1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলারকে নিয়ে ভারতে ফিল্ম তৈরি হচ্ছে

১১ জুন ২০১০

জার্মানির পর এবার ভারতে হিটলারকে নিয়ে ফিল্ম তৈরি হতে যাচ্ছে৷ নাম রাখা হয়েছে ‘‘ডিয়ার ফ্রেন্ড হিটলার’’৷ মাহাত্মা গান্ধী হিটলারকে যে দুটি চিঠি লিখেছিলেন সেখানে এভাবেই হিটলারকে সম্বোধন করা হয়েছিল৷

https://p.dw.com/p/NnwN
বান্ধবী এফা ব্রাউনের সঙ্গে হিটলারছবি: C.H. Beck

মূলত হিটলারের শেষ কয়েকটি দিন নিয়ে ফিল্মটি বানানো হবে, বলে জানিয়েছেন পরিচালক রাকেশ রঞ্জন কুমার৷ ঐ সময়ে হিটলারের সঙ্গে যারা ছিলেন তাঁরা সহ হিটলারের শেষ জীবনের বান্ধবী এফা ব্রাউন থাকবেন ফিল্মের কাহিনীতে৷ এছাড়া হিটলারের মৃত্যুর পর জার্মানির অবস্থাও তুলে ধরা হবে ফিল্মটিতে৷

বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খের হিটলারের চরিত্রটি করবেন৷ এজন্য হিটলারকে নিয়ে লেখা কোন কোন বই তাঁর পড়া উচিত সে ব্যাপারে তিনি পরামর্শ চেয়েছেন তাঁর টুইটার অনুগামীদের কাছে৷ আর এফা ব্রাউনের চরিত্রটি করবেন সাবেক মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া৷

বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে হিটলারের ভয় পাওয়া, নিরাপত্তাহীনতায় ভোগা আর চাপ অনুভবের বিষয়টি ফিল্মে তুলে ধরা হবে, বলে জানিয়েছেন প্রযোজক অনিল শর্মা৷ তবে ফিল্মে কোন নাচ-গান থাকবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি৷

Flash-Galerie Supermacht Indien - 60 Jahre demokratische Verfassung
মাহাত্মা গান্ধী ‘ডিয়ার ফ্রেন্ড হিটলার’ সম্বোধন করে চিঠি লিখেছিলেনছবি: AP

ফিল্ম তৈরিতে ২০ থেকে ৩০ লক্ষ ডলার খরচ হতে পারে বলে জানা গেছে৷ আগষ্টে শুরু হবে শুটিং-এর কাজ৷ শুটিং হবে স্টুডিও ও ভারতের বনজঙ্গল আর পাহাড়ী অঞ্চলে৷ তবে কবে নাগাদ এটি মুক্তি পেতে পারে সে বিষয়টি এখনো ঠিক না হলেও আন্তর্জাতিকভাবে ফিল্মটি মুক্তি দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে৷

উল্লেখ্য, এর আগে হিটলারের জীবনের শেষ ১০ দিন নিয়ে ২০০৪ সালে জার্মানিতে তৈরি হয়েছিল ‘ডাউনফল' নামের একটি ফিল্ম৷

২০০৬ সালে মুম্বইতে ‘হিটলারস্ ক্রস' নামে একটি হোটেল চালু করা হয়েছিল৷ কিন্তু ভারতে ও ভারতের বাইরে ইহুদিরা এই নিয়ে প্রতিবাদ জানালে কিছুদিন পরই হোটেলটি বন্ধ করে দিতে হয়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী