1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হীরার মূল্য ৩ কোটি ৮০ লাখ ডলার!

১৪ অক্টোবর ২০২০

জেনেভায় নিলামে বিক্রি হবে বিশ্বের বৃহত্তম দ্যুতি ছড়ানো পার্পেল-গোলাপি রংয়ের এক টুকরো হীরা৷ বিরল এ হীরা  হংকংয়ে দর্শকদের সামনে তুলে ধরলেন এক মডেল কন্যা৷

https://p.dw.com/p/3jwEo
Hongkong Diamant The Spirit of the Rose
ছবি: Tyrone Siu/Reuters

অত্যন্ত আকর্ষণীয় এই হীরার টুকরোটির মূল্য নিলামে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ তিন কোটি ৮০ লাখ ডলারে উঠবে বলে আশা করা হচ্ছে৷ নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর, জানিয়েছে জেনেভার বিশ্বখ্যাত নিলাম হাউজ সথেবী৷ রাশিয়ান ব্যালের নাম অনুসারে দ্যুতি ছড়ানো ডিম্বাকৃতির এই বিশেষ হীরাটির নাম রাখা হয়েছে  ‘দ্য স্পিরিট অফ দ্য রোজ'৷ বিশ্বের অত্যন্ত ধনী ব্যক্তিদের সম্পদের পাহাড়ের তালিকায় এখন রয়েছে অতি মূল্যবান ডিম্বাকৃতির এরকম রঙিন হীরে, জহরত ৷

নিলাম হাউজ সথেবী জানায়, রাশিয়ার হীরা ব্যবসায়ী আলরোজার মতে  ১৪.৮৩ ক্যারেটের পার্পেল-গোলাপি এই হীরাটি এখন পর্যন্ত রাশিয়ার খনিতে পাওয়া সব হীরার মধ্যে সবচেয়ে বড় আকৃতির৷

বিশেষজ্ঞদের মতে, দেখতে অত্যন্ত সুন্দর আর চকচকে গোলাপি রংয়ের হীরাটি খুবই বিরল এবং সংগ্রকারীদের কাছে মহামূল্যবান৷ মূল্যবান রত্নটি ১১ই নভেম্বর জেনেভায় নিলামে যাওয়ার আগে হংকং, সিঙ্গাপুর এবং তাইপেতে প্রদর্শন করা হবে৷

এনএস/এসিবি (রয়টার্স)