1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের ২০০ তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৯ নভেম্বর ২০১০

বার্লিনে হুমবোল্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১০ সালে৷ বার্লিনের উন্টার ডেন লিন্ডেনে জাঁকজমকের সঙ্গে পালন করা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী৷

https://p.dw.com/p/QKhV
বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ছবি: AP

বিশ্ববিদ্যালয়ের একটি গ্যালারি৷ সর্বশেষ ছবিটি ভ্যার্নার ফর্সমানের৷ তিনি ১৯৫৬ সালে চিকিৎসা বিদ্যায় নোবেল পুরস্কার পান৷ কথাগুলো বলেন ইউলিয়ানে কুচিনস্কি৷ এক দল বৃদ্ধ-বৃদ্ধাকে গ্যালারি ঘুরিয়ে দেখাচ্ছেন ইউলিয়ানে জুলিয়ান৷ গ্যালারিতে ২৯ জন নোবেল বিজয়ীর ছবি টাঙানো রয়েছে৷ নিজ নিজ ক্ষেত্রে এরা সবাই পেয়েছিলেন বিশ্বব্যাপী স্বীকৃতি, পেয়েছিলেন নোবেল পুরস্কার৷ যে সব বৃদ্ধ-বৃদ্ধা এসেছেন গ্যালারিতে এরা সবাই হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী৷ নোবেল বিজয়ী ভের্নার ফর্সমান প্রসঙ্গে জুলিয়ানে কুচিনস্কি বললেন, ‘‘তিনিই প্রথম হৃদযন্ত্রে ক্যাথেটার বসিয়েছিলেন এবং তাও নিজের হৃদযন্ত্রে৷ এবং এর জন্য তিনি নোবেল পুরস্কার পান৷ নিজের হাত ফুঁড়ে হৃদযন্ত্রে তিনি ক্যাথেটার বসিয়ে দেন৷''

হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্ররা

হৃদযন্ত্রের শৈল্য চিকিৎসা ক্ষেত্রে ভের্নার ফর্সমানের অবদানকে মাইল ফলক হিসেবে দেখা হয়ে থাকে৷ তাঁরই স্বীকৃতি হিসেবে ১৯৫৬ সালে নোবেল পুরস্কার পান তিনি৷

Flash-Galerie 200 Jahre Humboldt Universität Berlin Bücherverbrennung Nationalsozialismus
১৯৩৩ সালে নাৎসি পার্টি ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে হাজার হাজার বই পুড়িয়ে ফেলা হয়ছবি: AP

আগেই বলা হয়েছে ১৮১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল হুমবোল্ট বিশ্ববিদ্যালয়৷ বিজ্ঞান ভিত্তিক বিষয়ে গবেষণার জন্য খ্যাতি ছিল এই বিশ্ববিদ্যালয়টির৷ বেশ কিছু ছাত্র পাওয়ার সৌভাগ্য হয়েছিল হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের, যারা পরবর্তীকালে খ্যাতিমান হয়েছেন৷ বিখ্যাত দার্শনিক গেওর্গ ভিলহেল্ম ফ্রিডরিশ হেগেল এখানে নিয়মিত ক্লাশ নিতেন৷ কার্ল মার্ক্স, হাইনরিশ হাইনে এবং অটো ফন বিসমার্ক এখানে পড়াশোনা করেছেন৷ এই হুমবোল্ট বিশ্ববিদ্যালয়েরই মাক্স প্লাঙ্ক, রবার্ট কখ এবং আলবার্ট আইনস্টাইন নোবেল জয় করেন৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই কালো দিনগুলো

১৮২৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়টি পরিচিত ছিল ফ্রিডরিশ ভিলহেল্ম ইউনিভার্সিটি হিসেবে৷ তবে ১৯৩৩ সালে নাৎসি পার্টি ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে গুরুত্বপূর্ণ হাজার হাজার বই পুড়িয়ে ফেলা হয়৷ শূন্য হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার৷ ইহুদি এবং কমিউনিজমের সঙ্গে জড়িত ছাত্র-ছাত্রীদের বহিষ্কার করা হয়৷ অনেকের ওপর চালানো হয় অত্যচার৷

Humboldt Universität in Berlin Flash Format
এই বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জন্যই ছাত্র-ছাত্রীদের হাতছানি দিয়ে ডাকছে না বরং প্রতিশ্রুতি দিচ্ছে ক্যারিয়ার গড়ার, মাথা উঁচু করে বেঁচে থাকারছবি: AP

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আসে বিশাল এক পরিবর্তন৷ ছাত্র-ছাত্রীদের মধ্যে আসে আন্দোলনের জোয়ার৷ সাবেক সোভিয়েত রাশিয়ার সেনার সংখ্যা ক্রমেই বাড়ছিল তখনকার কমিউনিস্ট পূর্ব জার্মানিতে৷ এর তীব্র প্রতিবাদে মুখর হয় ছাত্র-ছাত্রীরা৷ শুরু হয় ধর-পাকড়, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং অন্যায়ভাবে কারাবন্দি৷ ১৯৭৪ সালে সংগীত নিয়ে পড়াশোনা শেষ করেন গের্লিন্ড কেম্পেনডর্ফ৷ এখন তিনি রাজনৈতিক-সামাজিক স্যাটায়ার পরিবেশন করেন৷ তিনি জানান, ‘‘ সেই সময় সব বিষয়ই ছিল অত্যন্ত স্পর্শকাতর৷ বিশেষ করে যারা পূর্ব জার্মানিতে আসতো বা পূর্ব জার্মানি থেকে বের হতে চাইতো তাদের জন্য৷ আমার সবচেয়ে প্রিয় বান্ধবী ১৯৭৬ সালে হাঙ্গেরির মধ্যে দিয়ে পশ্চিম জার্মানিতে পালিয়ে গিয়েছিল৷ কেউ কিছু জানতো না৷ কে যেতে চাচ্ছে, কে থেকে যেতে চাচ্ছে – কোন কিছুই বলা সম্ভব হত না৷ অবিশ্বাস কাজ করতো চারদিকে৷ নিরাপত্তা রক্ষীরা এর নাম দিয়েছিল ‘রিং'- চক্র৷ বলা হত অত্যন্ত ভয়ঙ্কর একটি চক্র৷ আর এই রিং-এর উৎপত্তি হচ্ছে বার্লিনের পূর্বাংশের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়৷ সেখানে থেকেই সবকিছু পরিচালনা করা হয়৷''

১৯৮৯ সাল পর্যন্ত চলে ছাত্র-ছাত্রীদের সেই আন্দোলন৷

হুমবোল্ট আজ সারা দুনিয়ার ছাত্রছাত্রীদের মিলনমেলা

প্রায় ৩৪ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে৷ রয়েছে ২৫০ টি পাঠ্য বিষয়৷ প্রায় কয়েক হাজার বিদেশি ছাত্র-ছাত্রী রয়েছে৷ সারা বিশ্বের প্রায় একশোটি দেশ থেকে আসছে ছাত্র-ছাত্রীরা৷ আন্তর্জাতিক এই মানকে ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ে রয়েছে ২১ বিভিন্ন বিষয়, যেগুলো ইংরেজি মাধ্যমে পড়ানো হয়৷ বার্লিন এবং ব্রান্ডেনবুর্গ জুড়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের তিনশোটি ভবন৷ হুমবোল্ট বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জন্যই ছাত্র-ছাত্রীদের হাতছানি দিয়ে ডাকছে না বরং প্রতিজ্ঞা আর প্রতিশ্রুতি দিচ্ছে ক্যারিয়ার গড়ার, মাথা উঁচু করে বেঁচে থাকার৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক