হুমায়ূন আহমেদের বিতর্কিত ছবি নিয়ে পাঠকরা যা বললেন | পাঠক ভাবনা | DW | 22.02.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

হুমায়ূন আহমেদের বিতর্কিত ছবি নিয়ে পাঠকরা যা বললেন

‘‘একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন৷ চাইলেও তিনি আর ফেরত আসবেন না৷ অথচ তাঁকে নিয়ে রং তামাশার শেষ নেই৷'' হুমায়ূন আহমেদের বিতর্কিত ছবি সম্পর্কে এই মন্তব্য করেছেন একজন পাঠক৷

ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্য করেন সুলতানা আহমেদ টুক্কুর৷ ওদিকে বিতর্কিত এই ছবিটি সম্পর্কে ডয়চে ভেলের অপর এক পাঠক জলিলুর রহমান লিখেছেন, ‘‘ছবি তো ছবিই....বাস্তবের সাথে অবাস্তব মিলিয়েই একটি ছবি তৈরি হয়৷ আমরা রুনা লায়লার ‘শিল্পী' ছবিটা দেখেছি, সেটাও বাস্তব আর অবাস্তব মিলিয়েই তৈরি করা হয়েছিল৷ কারো জীবনের ১০০ শতাংশ বাস্তব নিয়ে কখনো কোনো ছবি তৈরি হয় না, তৈরি হয় তথ্যচিত্র৷''

আর সৈয়দ মো. বাহাদুন জানিয়েছেন, মরহুম হুমায়ূন আহমেদ বাংলাদেশের সাহিত্যের এক অমূল্য সম্পদ৷ তবে তাঁর ধারণা, হুমায়ূন আহমেদের বর্তমান স্ত্রীর কারণে নাকি এ সব বিতর্কের সৃষ্টি হচ্ছে আর তাই বাহাদুন মনে করেন এ সব বিতর্ক রাখা ঠিক নয়৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

 

নির্বাচিত প্রতিবেদন