1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হৃদয় থেকে নৃত্য 

১৭ ডিসেম্বর ২০১৮

নিম্ন আয়ের একদল কিশোর-কিশোরীর আগ্রহে ঢাকার মিরপুর ১২’র কালাপানি এলাকার বেগুনটিলা বস্তিতে গড়ে উঠেছে আধুনিক নাচ শেখার স্কুল ‘ডি ডি এস ড্যান্স একাডেমি’৷ সুবিধা-বঞ্চিত ছেলেমেয়েদের নাচ শিখিয়ে - বিভিন্ন বিয়ে-জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করিয়ে তাদের মধ্যে আত্মসম্মান সঞ্চারিত করাই একাডেমির উদ্দেশ্য৷

https://p.dw.com/p/3AESq

একাডেমির প্রতিষ্ঠাতা মো. সুজনের ছোটবেলা থেকে আধুনিক নাচের প্রতি আগ্রহ৷ নিজের চেষ্টায় ও এলাকার অন্যান্য কিশোর-কিশোরীকে নিয়ে নিয়মিত অনুশীলনের মাধ্যমে করেছেন আধুনিক নাচের প্রসার৷ শিক্ষার্থীদের কেউ কেউ বেতন দিতে পারলে দেয়ম না পারলে দেয় না৷ বেতন না দিলেও নাচের ক্লাসে তাদের আসতে মানা নেই৷ ক্লাসরুমের ভাড়া মাসে ৩০০০ টাকা , যা কখনো কখনো সুজন নিজের পকেট থেকেই দেন৷ বস্তির ছেলেমেয়েদের নাচ শিখিয়ে বিভিন্ন বিয়ে-জন্মদিনের অনুষ্ঠানে পারফর্ম করিয়ে তাদের মধ্যে আত্মসম্মানের সঞ্চার এবং সমাজে তাদের সফল উপস্থিতি নিশ্চিত করাই এই একাডেমির উদ্দেশ্য৷