1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেঁচকি তুলে হাসপাতালে বলসোনারো

১৫ জুলাই ২০২১

গত ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি তুলছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। অপারেশন হতে পারে, জানিয়েছেন চিকিৎসকরা।

https://p.dw.com/p/3wUsK
বলসোনারো
ছবি: Marcelo Camargo/Agência Brasil

অসুস্থ ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। বুধবার তাকে প্রথম নিয়ে যাওয়া হয় দেশের একটি সেনা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় সাও পাওলোর অন্য একটি হাসপাতালে। চিকিৎসকের নির্দেশেই এ কাজ করা হয়েছে বলে প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন। বলা হয়েছে, গত ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি উঠছে প্রেসিডেন্টের। দাঁতের একটি চিকিৎসার পরেই তার এই সমস্যা শুরু হয়। পরীক্ষা করে চিকিৎসকদের ধারণা, তার পাকস্থলীতে একটি ব্লক আছে। তার থেকেই এই ঘটনা ঘটছে। প্রয়োজনে অপারেশন করা হতে পারে। 

২০১৮ সালে একটি অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর এক সমর্থক বলসোনারোকে ছুড়ি দিয়ে আঘাত করেছিল। প্রেসিডেন্টের পেটে ছুরি চালানো হয়েছিল। যে চিকিৎসক তখন তার চিকিৎসা করেছিলেন, তিনিই এখন দেখছেন। ওই ছুরিকাঘাতের পর বলসোনারোর একাধিক পেটের সমস্যা হয়েছে। একাধিকবার চিকিৎসাও করাতে হয়েছে। সাম্প্রতিক সমস্যাও ওই ঘটনার জন্য বলে মনে করা হচ্ছে।

বলসোনারো নিজেও টুইট করেছেন। সেখানে ২০১৮ সালের ঘটনার কথা উল্লেখ করে বিরোধী বামশক্তিকে এক হাত নিয়েছেন। তার বক্তব্য, রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারেনি বলেই বামপন্থিরা তাকে আঘাত করার চেষ্টা করেছিল। যার ফল এখনো ভুগতে হচ্ছে তাকে।

গত কয়েকদিনে বার বারই হেঁচকি তুলতে দেখা গেছে বলসোনারোকে। সম্প্রতি এক সভায় কথা বলার সময় বার বার হেঁচকি ওঠে তার। তার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। একটি রেডিও-র অনুষ্ঠানেও একই ঘটনা ঘটে।

আগামী বছর ব্রাজিলের নির্বাচন। সমীক্ষা বলছে, বলসোনারোকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন বিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী। করোনাকালে বর্তমান প্রেসিডেন্ট যেভাবে প্যানডেমিককে উপেক্ষা করেছেন, তা নিয়ে ক্ষুব্ধ জনগণ। অ্যামেরিকার পর ব্রাজিলেই সবচেয়ে বেশি মানুষ করোনায় মারা গেছেন। কিন্তু টিকাকরণ নিয়ে মাথা ঘামাননি প্রেসিডেন্ট। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)