1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেরে গেলো বাংলাদেশ

৩ ফেব্রুয়ারি ২০১০

নিউজিল্যান্ড সফরের শুরুটা ভালো হলো না বাংলাদেশের জন্য৷ টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের প্রথমেই ১০ উইকেটে হেরে গেলো বাংলাদেশ৷

https://p.dw.com/p/LrCL
(ফাইল ফটো)ছবি: AP

বাংলাদেশ প্রথমে টসে জিতে মাঠে নেমেই পরপর সবগুলো উইকেট হারিয়ে করেছিল মাত্র ৭৮৷ আর নিজেদের খেলায় এর সঙ্গে একটি মাত্র রান যোগ করে ৭৯ রান করে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশকে হারিয়ে দিল নিউজিল্যান্ডের ছেলেরা৷ অবশ্য এ জন্য পুরো ২০ ওভার খেলতে হয়নি কিউইদের৷ ৮ ওভার ২ বল করেই নিজেদের থলেতে বিজয় নামক শব্দটি ভরে রাখলো তারা৷

সিডোন পার্কের স্টেডিয়ামে বাংলাদেশের বোলিং এ যেমন কোন নৈপুণ্য ছিল না, তেমনি ব্যাট থেকেও আসেনি রান৷ অবশ্য যদি বলা হয় নিউজিল্যান্ডের কাছে নয়, তাদের বোলার ডানিয়েল ভিট্টরির কাছে হেরেছে বাংলাদেশ তাহলে মোটেই ভুল বলা হবে না৷ কারণ ভিট্টোরি একাই নিয়েছে তিনটি উইকেট৷ অবশ্য এ জন্য তাকে দিতে হয়েছে ২১টি রান৷ অসাধারণ এই কাজটির জন্য ম্যান অফ দ্য ম্যাচ খেতাবটিও তার দখলে৷

ব্যাটিং এ তামিম ইকবালের সূটচনাটা ছিল বেশ৷ কিন্তু লেগসাইডের বলে কট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে৷ এরপর ক্রিজে এসে অল্প কিছুক্ষণ খেলে ফিরে যান আফতাব আহমেদ৷ তার সংগ্রহ ১২৷ এবার বল করতে নামেন নিউজিল্যান্ডের স্পিনাররা৷ প্রথমেই ভিট্টোরি৷ একেবারে গোড়াতেই ফিরিয়ে দেন তিনি আশরাফুল এবং মুশফিকুর রহিমকে৷ মুশফিকের সংগ্রহ শূন্য৷ নাথান ম্যাককুলাম ফিরিয়ে দেন সাকিব আল হাসানকে৷ এরপর ধীরে ধীরে সকলেই ব্যাট হাতে ফিরে যান৷ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রাকিবুল হাসান, ১৮৷ এরপর তামিম, তার সংগ্রহ ১৪৷ নিউজিল্যান্ডের বিবি ম্যাককুলাম করেছেন ৫৬ এবং তার সঙ্গী পিজে ইনগ্র্যাম করেছেন ২০৷ অতিরিক্ত যোগ হয়েছে তিন রান৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক