1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান

৮ ডিসেম্বর ২০২১

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের হেলিকপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে। তিনি, তার স্ত্রীসহ ১৩ জন এই ঘটনায় নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/43zGZ
Indien | Absturz Militärhelikopter
ছবি: Surya Narayanan/AFP/Getty Images

তামিলনাড়ুর কুন্নুরে বিপিন রাওয়াতসহ ১৪ জনকে নিয়ে উড়েছিল হেলিকপ্টার। ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভেঙে পড়ে। হেলিকপ্টারে থাকা ১৪ আরোহীর ১৩ জনই মারা গেছেন। আর যিনি বেঁচে আছেন, তার অবস্থা গুরুতর। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। 
বিপিন রাওয়াত মি১৭ভিফাইভ হেলিকপ্টারে করে যাচ্ছিলেন। ডিফেন্স কলেজে তার বক্তৃতা দেয়ার কথা ছিল। গন্তব্যে পৌঁছনোর মিনিট দশক আগে হেলিকপ্টার ভেঙে পড়ে।
কী করে দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শী কৃষ্ণস্বামী জানিয়েছেন, তিনি প্রথমে একটা প্রচণ্ড শব্দ শোনেন। তারপর দেখেন একটা হেলিকপ্টার গাছে ধাক্কা মারলো। তারপর তাতে আগুন লেগে গেল, আগুনের গোলা হয়ে সেটা মাটিতে আছড়ে পড়লো। এরপর দুই জন বেরোবার চষ্টা করছিলেন। তাদের শরীরের অনেকটাই পুড়ে গেছিল। তারপর তারা দমকল ও পুলিশকে খবর দেন।
বিপিন রাওয়াতই ছিলেন ভারতে র প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তার আগে তিনি সেনা প্রধান ছিলেন।
সাবেক সেনা কর্তারা জানিয়েছেন, মি১৭ভিফাইভ খুবই ভালো হেলিকপ্টার। ভিভিআইপিদের সফরের ক্ষেত্রে এই হেলিকপ্টার ব্যবহার করা হয়। এই হেলিকপ্টার কেন ভেঙে পড়লো তা খতিয়ে দেখছে সেনা। বিপিন রাওয়াতের সঙ্গে তার সহকারি, কম্যান্ডোরা এবং বিমান বাহিনীর পাঁচজন অফিসার ছিলেন। 
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্রী রাজনাথ সিং দিল্লিতে বিপিন রাওয়াতের বাড়িতে গিয়েছিলেন। তারপর তিনি সংসদে গছেন। রাজনাথ প্রধানমন্ত্রীকে দুর্ঘটনার কথা জানিয়েছেন। তিনি সংসদে বৃহস্পতিবার এ বিষয়ে বিবৃতি দিতে পারেন।
জিএইচ/এসিবি(পিটিআই)

General Bipin Rawat
বিপিন রাওয়াতছবি: Altaf Hussain/REUTERS