1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোটেল কক্ষে পাওয়া টাকা ঘুষের নয়- সালমান বাট

১৩ ডিসেম্বর ২০১০

পাকিস্তান দলের সাবেক অধিনায়ক সালমান বাট দাবি করেছেন যে তাঁর হোটেল কক্ষে যে টাকা পাওয়া গিয়েছিল সেগুলো ঘুষ নয়, বরং দলের পক্ষ থেকে দেওয়া হাত খরচ৷ এদিকে আরেক সাবেক অধিনায়ক রমিজ রাজা চান অভিযুক্তদের দল থেকে বাদ দেওয়া হোক৷

https://p.dw.com/p/QWdN
সালমান বাটছবি: AP

গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাজিকরদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কৃত সালমান বাট৷ তাঁর সঙ্গে আরও দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরও বহিষ্কৃত৷ আগামী মাসেই তাদের দাঁড়াতে হবে আইসিসির তদন্ত কমিশনের সামনে৷ তবে তার আগে নিজের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা কম করছেন না সালমান বাট৷

উল্লেখ্য, বাজিকরদের কাছ থেকে টাকা খেয়েছেন এই অভিযোগ আসার পর সালমান বাটের হোটেল কক্ষে তল্লাশি চালিয়েছিল পুলিশ৷ ওই সময় তাঁর কক্ষ থেকে ১৫ হাজার পাউন্ড নগদ উদ্ধার করা হয়৷ একজন খেলোয়াড়ের কক্ষে এত নগদ টাকা কিভাবে আসলো তা নিয়ে সবার মনেই প্রশ্ন৷ তবে সালমান বাট স্কাই স্পোর্টস টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে এসব অর্থ দলের পক্ষ থেকেই হাত খরচ হিসেবে দেওয়া হয়েছিল৷ তিনি জানান, ১১ হাজার পাউন্ড দেওয়া হয়েছিল প্রতিদিনের হাত খরচ হিসেবে, আর অধিনায়ক হিসেবে তিনি আরও সাড়ে চার হাজার পাউন্ড অতিরিক্ত পেয়েছিলেন৷ তিনি দাবি করেন যে ইংল্যান্ড সফর অনেক দীর্ঘ হওয়ায় হাত খরচের পরিমাণও বেশি ছিল৷ বাটের এই সাক্ষাৎকার পুরো প্রকাশিত হবে আজ সোমবার৷

এদিকে পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগে রীতিমত বিরক্ত সাবেক অধিনায়ক রমিজ রাজা৷ এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টই বলে দিলেন, পাকিস্তান দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে৷ তাই এসব দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়েও দল গঠন করা সম্ভব৷ রমিজ রাজা বলেন, আমার কাছে বিশ্বস্ততা হচ্ছে আসল বিষয়৷ আমাদের এখন ঠিক করতে হবে আমরা কি প্রতিভাবান খেলোয়াড় চাই নাকি সন্দেহভাজন খেলোয়াড় চাই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম