1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ দিনের জেল হলো নায়ক জন আব্রাহামের

১৫ অক্টোবর ২০১০

আজ থেকে চার বছরেরও বেশি সময় আগে এক অঘটন ঘটিয়েছিলেন আলোচিত বলিউড নায়ক জন আব্রাহাম৷ মুম্বই এর খার নামক এলাকায় নিজের ১১শ সিসির মোটর সাইকেলটিকে যারপর নাই দ্রুতগতি এবং ট্রাফিক নিয়মের থোড়াই কেয়ার করে চালাচ্ছিলেন৷

https://p.dw.com/p/PeaN
জন আব্রাহামছবি: AP

এমন ভাবে চললে যা হবার কথা, তাই তো হবে, তাই না? তাঁর এই বেসামাল চালনার শিকার হলেন দুই তরুণ পথচারী৷ অবশ্য তখন এই ঘটনা ঘটাবার পর সেখান থেকে পালিয়ে যাননি আব্রাহাম৷ আহত দু'জনকে নিয়ে সরাসরি চলে যান স্থানীয় একটি হাসপাতালে৷ তাদের চিকিৎসার ব্যবস্থা করতে৷ নিজেও ঐ ঘটনায় সামান্য আহত হয়েছিলেন৷ এই ঘটনার পর মামলা হলো৷ দীর্ঘদিন ধরে হলো বিচার৷ ঘটনার দুই বছর বাদে টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায় আহতদের একজন৷

২০০৬ সালের এপ্রিল মাসের ঐ দুর্ঘটনার বিচারের রায় দেয়া হলো গতকাল বৃহস্পতিবার৷ নিয়মনীতি তোয়াক্কা না করে মোটর সাইকেল চালনা এবং দুর্ঘটনার জন্য জন আব্রাহামকেই দায়ী করলেন স্থানীয় একটি আদালতের বিচারক৷ বিচারের রায়ে তাঁকে দেয়া হয়েছে ১৫ দিনের জেল৷ অবশ্য আপিল করার সুযোগ দিয়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত৷

জন আব্রাহামের আইনজীবী জানিয়েছেন, শিগগিরই আপিল করবেন তাঁরা৷ আর তিনি এখন দুর্গাপূজা পালন করতে কলকাতায় যাচ্ছেন বলেও খবর৷ সেখানে নিজের নতুন ছবির প্রচারণাতেও অংশ নেবেন তিনি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই