1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ হাজার কর্মী ছাঁটাই করার পথে এয়ারবাস

২ জুলাই ২০২০

ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস করোনা সংকটের কারণে বিশ্বব্যাপী প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করবে৷ শুধু জার্মানিতেই চাকরি হারাবেন পাঁচ হাজারেরও বেশি কর্মী৷

https://p.dw.com/p/3egOe
বিশ্বব্যাপী প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করবে এয়ারবাস
ছবি: picture alliance/AP Photo

২০২১ সালের গ্রীষ্মের মধ্যে বিশ্বব্যাপী ১১ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে, এয়ারবাস একথা জানিয়েছে৷ সংস্থার মতে, যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত৷

জার্মানিতে চাকরিচ্যূত হচ্ছেন ৫১০০ কর্মী, অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্মানি৷ ফ্রান্সে ৫,০০০, যুক্তরাজ্যে ১,৭০০ এবং স্পেনে ৯০০ কর্মী চাকরি হারাবেন৷

করোনা মহামারির কারণে এয়ারবাস বছরের প্রথম চার মাসে প্রায় ৫০ কোটি ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ বছরের প্রথম তিন মাসে ক্ষতির পরিমাণ ছিল ৪৮১ মিলিয়ন ইউরো৷ অথচ আগের বছরের প্রথমদিকে ৪০ মিলিয়ন ইউরো মুনাফা করেছিল তারা৷

করোনার কারণে বিশ্বব্যাপী বিমান চলাচল একেবারেই কমে গেছে৷

এনএস/ এসিবি (এএফপি)