1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৭০ পৃষ্ঠার বই স্ক্যান হবে এক মিনিটে!

১২ সেপ্টেম্বর ২০১০

বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্ক্যানিং সিস্টেম আবিস্কারের দাবি করলেন জাপানের বিজ্ঞানীরা৷ এর ফলে ১৭০ পৃষ্ঠার একটি বই স্ক্যান করতে সময় লাগবে মাত্র এক মিনিট৷

https://p.dw.com/p/PA3U
ছবি: AP

এই স্ক্যানিং সিস্টেমে ব্যবহৃত হবে একটি ক্যামেরা, যেটি এক সেকেন্ডে ৫০০টি পর্যন্ত ছবি তুলতে সক্ষম৷

টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা এই সিস্টেমটি উদ্ভাবন করেছেন৷ এই দলের নেতৃত্ব দেন ইয়োশিহিরো ওয়াতানাবে৷ তিনি বলছেন, তাঁরা ইতিমধ্যে একটি কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছেন৷ যেন এই সিস্টেমকে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করা যায়৷ তাঁর আশা আগামী দুই বছরের মধ্যেই এটা সম্ভব হতে পারে৷

বই স্ক্যান করা ছাড়াও শিল্পজাত পণ্যের গুনগতমান নিশ্চিত করতেও এই ব্যবস্থা ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন ওয়াতানাবে৷ এছাড়া আরো নিরাপদ ও আরামদায়কভাবে গাড়ি চালানোর কাজেও ব্যবহার করা যাবে এই স্ক্যানিং সিস্টেম৷ কারণ এই সিস্টেমের মাধ্যমে সামনের রাস্তায় কোন খানাখন্দ আছে কি না তা জানা যাবে৷ এবং সে অনুযায়ী গাড়ি চালানো যাবে৷

আরেকটি ব্যবহারের কথাও বলছেন বিজ্ঞানীরা৷ সেটি হলো রোবটের চোখে৷ এর ফলে মানুষের চেয়ে দ্রুতগতিতে কোন কিছু দেখতে সক্ষম হবে রোবট৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়