1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৯৭৫ সালের যে ভাইরাল ভিডিও

২৩ জুলাই ২০১৯

১৯৭৫ সালের একটি সাদাকালো ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে৷ এর কারণ, শাড়ি পরা এক নারী৷

https://p.dw.com/p/3MZbz
Mumbai Sabyasachi Mukherjee Fashion Show
ছবি: picture-alliance/dpa/D. Solanki

পর্দায় সাদাকালো একটি ভিডিও৷ ভিডিওতে দেখা যাচ্ছে ১৯৭৫ সালের ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি টেস্ট ক্রিকেটের ম্যাচ৷

ম্যাচ চলাকালীন হঠাৎ দেখা যায় শাড়ি পরিহিত এক নারীকে৷ ২৩ বছর বয়েসি ব্রিজেশ পাটেলের দিকে ক্রিজের মাঝখান দিয়ে দৌড়ে যেতে থাকেন সেই নারী৷ দৌড়ে গিয়ে পাটেলের গালে চুম্বন এঁকে দিলেন তিনি৷

পেছন থেকে ভেসে আসে ধারাভাষ্যকারের কন্ঠ, ‘‘বাহ! পছন্দের খেলোয়াড়কে ভালোবাসা জানানোর অনন্য ধরন!''

১৯৭৫ সালের এই মজার ভিডিওটি ১৯ জুলাই টুইট করেন অভিনেত্রী স্বরা ভাস্কর৷ মূল টুইটটি করেন ইন্দ্রদীপ খান নামের এক ব্যক্তি৷ স্বরা এই টুইটটি শেয়ার করলে তা নিয়ে আলোড়ন পড়ে যায়৷

‘শাড়ি টুইটার' হ্যাশট্যাগে শেয়ার করা মূল ভিডিওটি ইতিমধ্যে দেখা হয়েছে প্রায় সাড়ে ছয় লক্ষবার৷ শেয়ার হয়েছে কয়েক হাজারবার৷

শাড়ি পরেও যে নির্দ্বিধায় খেলার মাঠে দৌড়ানো যায়, তা প্রমাণ করে দিয়েছেন অজ্ঞাতনামা এই নারী৷ শুধু তাই নয়, বিশ্ব তথা ভারতের ক্রিকেট-ভক্তদের জন্য এই ভিডিওটি নিঃসন্দেহে আগ্রহ তৈরি করছে৷

এসএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য