1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নতির পথে ইউরো এলাকা

৪ ডিসেম্বর ২০১৩

বছরের শেষে এসে ইউরো এলাকার সাফল্য ও ব্যর্থতার একটা মূল্যায়নের প্রবণতা শুরু হয়েছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার চলতি বছরের তথ্যের ভিত্তিতে আগামী বছর সম্পর্কে পূর্বাভাষ প্রকাশ করতে চলেছে৷

https://p.dw.com/p/1ASSR
উন্নতির পথে ইউরো এলাকাছবি: picture-alliance/dpa

২০১৩ সালে ইউরো এলাকা অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছে৷ চলতি বছর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের শেষ বৈঠক বসছে বৃহস্পতিবার৷ এ দিনই ইউরো এলাকার প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি সংক্রান্ত পূর্বাভাষ প্রকাশ করা হবে৷ কিছু বিশেষজ্ঞের মতে, ইউরো এলাকায় মূল্যস্ফীতি কমে যাবার পর তার ঠিক বিপরীত পরিস্থিতি, অর্থাৎ ‘ডিফ্লেশন'-এর আশঙ্কা করা হচ্ছে৷ তাছাড়া অর্থনৈতিক উন্নতির প্রক্রিয়াও এখনো স্থিতিশীল হয়ে ওঠে নি৷ তবে ইসিবি-র মতে, মূল্যের ঊর্ধ্বগতি কমে গেলেও মূল্য হ্রাসের কোনো প্রবণতা দেখা যাচ্ছে না৷ বৃহস্পতিবারের বৈঠকে ইসিবি কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয় কি না, সেটা দেখার জন্য অপেক্ষা করছে বাজার৷

এদিকে ইউরোপের দেশগুলির অবস্থা সম্পর্কে রেটিং এজেন্সি-গুলির মূল্যায়নের প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছে ইইউ-র বাজার নিয়ন্ত্রক সংস্থা এসমা৷ স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়র্স, মুডিস এবং ফিচ – এই তিন প্রধান রেটিং এজেন্সির কার্যকলাপে অনেক সমস্যা খুঁজে পেয়েছে তারা৷ অথচ তাদের মূল্যায়ন বাজারের উপর গভীর প্রভাব ফেলে৷ ভবিষ্যতে তাদের কার্যকলাপে আরও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে বলে মনে করে এসমা৷

ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলির অবস্থা নিয়েও চর্চা চলছে৷ চরম বেকারত্ব সামান্য হলেও কমার লক্ষণ দেখা যাচ্ছে৷ স্পেনে নভেম্বর মাসেই উন্নতি দেখা গেছে৷ তবে গ্রিসে বেকারত্বের মাত্রা এখনো সবচেয়ে বেশি৷ ইটালি তার ঋণভার প্রত্যাশা অনুযায়ী কমাতে পারছে না৷ যদিও সে দেশের সংকট কেটে যাচ্ছে বলে মনে করছেন ইইউ-র অর্থনীতি বিষয়ক কমিশনার অলি রেন৷ তবে এই সব দেশগুলি তাদের পুরানো দুর্বলতা ঝেড়ে ফেলে কবে আবার প্রতিযোগিতার বাজারে নিজেদের পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারবে, তা এখনো স্পষ্ট নয়৷

সোমবার ইউরোপের পুঁজিবাজারে কিছুটা দরপতন দেখা গেছে৷ ফ্রান্স ও স্পেনে শিল্পক্ষেত্রে উৎপাদন কমে যাওয়ার ফলে সামগ্রিকভাবে ইউরোপের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ অথচ ইউরো এলাকায় উৎপাদনের গড় হার কিন্তু গত মাসে কিছুটা বেড়ে গিয়েছিল৷ মঙ্গলবারও ইউরোপে শেয়ারের মূল্য ছিল পড়তির দিকে৷ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসে তাদের ‘স্টিমুলাস' কর্মসূচি কমিয়ে দিতে পারে, এমন আশঙ্কায় বাজার কিছুটা দমে গেছে৷

এসবি / জেডএইচ (রয়টার্স, ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য