1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০ হাজার খণ্ডকালীন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে

১০ এপ্রিল ২০১১

শেয়ার বাজার কারসাজির তদন্ত প্রতিবেদন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ, প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ - এসবই রবিবারের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/10qk6
প্রাথমিক বিদ্যালয়ে শিশুরাছবি: Ali Mahmed

তদন্ত প্রতিবেদন

গত দুই দিনের মতো আজও অনেক পত্রিকার প্রধান প্রতিবেদন শেয়ার বাজার নিয়ে৷ কালের কণ্ঠ বলছে তারা পুরো তদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছে এবং ধারাবাহিকভাবে তারা এটি প্রকাশ করবে৷ আজ তারা প্রথম কিস্তি ছেপেছে৷ সঙ্গে রয়েছে ছয় ব্যক্তির ছবি, যাদের নাম তদন্তে উল্লেখ করা হয়েছে৷ এরা হলেন সালমান এফ রহমান, মোস্তফা কামাল, ফালু, এইচবিএম ইকবাল, লুৎফর রহমান বাদল ও ইউনিক গ্রুপের নূর আলী৷ সমকাল বলছে প্রতিবেদন প্রকাশের পর আজই লেনদেন শুরু হচ্ছে শেয়ার বাজারে৷ তাই সবার চোখ আজ সেদিকে থাকবে বলে জানাচ্ছে পত্রিকাটি৷ ইত্তেফাক বলছে তদন্ত প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই সপ্তাহেই এসইসি'র চেয়ারম্যানকে সরিয়ে সংস্থাটি পুনর্গঠন করা হতে পারে৷ এছাড়া আরও তদন্তের জন্য আবারও একটি কমিটি গঠন করা হতে পারেও বলে জানিয়েছে ইত্তেফাক৷

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

কালের কণ্ঠ বলছে বাংলাদেশ যেন টেস্ট পূর্ব যুগে ফিরে গেছে৷ যেসময় খেলা শুরুর আগেই বাংলাদেশ হেরে থাকতো৷ খেলতে নেমে শুধু মাথায় থাকতো কত কম ব্যবধানে হারা যায়৷ কিন্তু এই মনোভাব পরিবর্তন হয়ে গেছে অনেক আগেই৷ এখন বাংলাদেশ খেলে জেতার জন্য৷ কিন্তু পত্রিকাটি বলছে কালকের খেলা দেখে এটা মনে হয়নি৷ মনে হয়েছে যেন খেলা শুরুর আগেই বাংলাদেশ হেরে গেছে৷ অর্থাৎ হার মেনেই যেন সাকিবরা কাল মাঠে নেমেছিলেন৷ সমকাল তাদের খেলার প্রতিবেদনের শিরোনাম দিয়েছে এইভাবে ‘‘টেস্টের মেজাজে ওয়ানডে!'' শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে প্রতিবেদনের বিষয়বস্তুটা কী৷ আর ইত্তেফাক বলছে, ম্যাচের স্কোর দেখে মনে হবে ম্যাচটিতে বেশ লড়াই হয়েছে৷ কিন্তু আসলে সেটা সত্যি নয়৷

খণ্ডকালীন শিক্ষক নিয়োগ

সমকাল বলছে নিয়মিত শিক্ষকদের অনুপস্থিতিতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ‘প্রাথমিক শিক্ষক পুল' গঠন করা হবে৷ এই পুলে থাকবেন ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক৷ প্রতি উপজেলায় থাকবেন ৪০ জন করে৷ জানা গেছে, দেশের ৩৭ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক-চতুর্থাংশ শিক্ষক নানা কারণে শ্রেণীকক্ষের বাইরে থাকেন৷ ফলে পাঠদান ব্যাহত হয়৷ এই সমস্যা সমাধানেই পুল গঠিত হচ্ছে৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই