1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৩ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেলো মা

২১ জানুয়ারি ২০১১

১৯৮৭ সাল৷ নিউইয়র্কের হার্লেম হাসপাতালে জন্ম নেয় একটি শিশু৷ সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে দেওয়া হয় একজন নার্সের কাছে৷ কিছুক্ষণ পর যখন শিশুটিকে দেখতে চায় তার মা জো- আর খুঁজে পাওয়া যায়নি তাকে৷

https://p.dw.com/p/100N6
মা, শিশু, মেয়ে, কন্যা, হারিয়ে, নিউইয়র্ক, অ্যামেরিকা, পুলিশ, ভাগ্য, পরিহাস, নির্মম
মা ও শিশু৷ পিকাসোর তৈলচিত্র থেকে

এরপর একে একে গেছে ২৩ বছর৷ এই ২৩ বছর পর নিউইর্য়ক পুলিশ খুঁজে পেয়েছে ২৩ বছরের এক তরুণীকে৷ ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হয়েছে এই তরুণীই সেই শিশু, যে ২৩ বছর আগে হারিয়ে গিয়েছিল৷ পুলিশের বক্তব্য তাকে অপহরণ করা হয়েছিল৷ অবশ্য কোন মুক্তিপণের বিষয় আসেনি এই ঘটনায়৷

জন্মের সময় এই শিশুর নাম দেওয়া হয়েছিল ক্যারোলিনা হোয়াইট৷ কিন্তু সে ভিন্ন একটি পরিবারে বেড়ে ওঠে নাজদারা নান্স নামে৷ ভাগ্যের কি নির্মম পরিহাস, আসল মায়ের বাড়ি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে বেড়ে উঠেছে সে৷ কিন্তু এর মধ্যে একবারও দেখেনি তার আসল মা কে৷

হারিয়ে যাবার পরপরই মা জো রির্পোট করেছিলেন পুলিশের ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং এন্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন্স' দফতরে৷ তারাই এতো দিন ধরে তদন্ত চালাচ্ছিলো৷ এই তো কিছু দিন আগে যখন ক্যারোলিনা হোয়াইট ওরফে নাজদারা নান্সের প্রয়োজন পড়লো জন্ম সনদ এবং সামাজিক নিরাপত্তা পত্র তখন তা দেখাতে পারেনি সেই পরিবার৷ ফলে বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়৷ তারাই মেয়েটির ডিএনএ পরীক্ষা করে ২৩ বছর আগে হারিয়ে যাওয়া শিশুটির মায়ের ডিএনএ'র সঙ্গে মিল খুঁজে পায়৷ এরপর এই সপ্তাহেই মেয়েটিকে তুলে দেওয়া হল আসল মায়ের কাছে৷ ক্যারোলিনা হোয়াইটের পরিবার জানায় তাঁরা কখনো আশা ছাড়েন নি৷ সব সময় তাঁরা মনে করেছেন, ক্যারোলিনা আবার ফিরে আসবে এবং তাই হয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়