1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৪ বছর পর অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ নিয়ে ফিরবে ইংল্যান্ড

২৯ ডিসেম্বর ২০১০

১৯৮৬ সালে মাইক গ্যাটিং-এর নেতৃত্বে শেষবার অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ নিয়ে যেতে পেরেছিল ইংল্যান্ড৷ এরপর দীর্ঘ প্রতীক্ষা শেষে আজ আবার এলো সেই মাহেন্দ্রক্ষণ৷

https://p.dw.com/p/zqwp
ইংল্যান্ড অধিনায়ককে এমন হাসিই মানায়ছবি: ap

চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির আগেই নিশ্চিত হয়ে গেল অ্যাশেজ থেকে যাবে ইংল্যান্ডের কাছে৷ মানে, গতবার অ্যাশেজ সিরিজ জেতার পর সেই অ্যাশেজ নিয়ে এবার অস্ট্রেলিয়া এসেছিল ইংল্যান্ড৷ কিন্তু অস্ট্রেলিয়া পারলো না মর্যাদাকর এই ‘ছাই' নিজেদের কাছে রাখতে৷

আভাস পাওয়া যাচ্ছিল চতুর্থ টেস্ট শুরু হওয়ার দিনই৷ কারণ মাত্র ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস৷ এরপর ইংল্যান্ড গড়ে তোলে রানের পাহাড়৷ নির্দিষ্ট করে বললে ৫১৩৷ অর্থাৎ লিড ৪১৫ রানের৷ সেই রান তাড়া করতে গিয়ে ২৫৮ পর্যন্ত গিয়ে থেমে যেতে হয়েছে অস্ট্রেলিয়াকে৷ কারণ টিম ব্রেসনানের বিধ্বংসী বোলিং৷ তিনি ৫০ রানে চার উইকেট নিয়েছেন৷ ফলে ইনিংস ও ১৫৭ রানের বিশাল পরাজয় মেনে নিতে হয় অস্ট্রেলিয়াকে৷ ইংল্যান্ডের একমাত্র ইনিংসে অপরাজিত ১৬৮ রান করেন জনথন ট্রট৷ ফলে ম্যান অব দ্য ম্যাচও হন তিনি৷

সিরিজে এখনো এক টেস্ট বাকি৷ অস্ট্রেলিয়া সেটা জিততে পারলে সমতা আসতে পারে৷ কিন্তু সিরিজের নিয়ম অনুযায়ী, কোনো সিরিজ ড্র হলে অ্যাশেজ চলে যায় পূর্ববর্তী বিজয়ীর হাতে৷ ফলে শেষ টেস্ট মানে সিডনিতে হারলেও অ্যাশেজ থেকে যাচ্ছে ইংল্যান্ডের কাছেই৷

তবে শেষ টেস্টে ইংল্যান্ড যদি জিততে পারে তবে একটা সেঞ্চুরি হবে৷ সেটা হলো অ্যাশেজ সিরিজে মোট ১০০টি টেস্ট জয়ের সাফল্য৷ অবশ্য অস্ট্রেলিয়া একাজটি করেছে অনেক আগেই৷ তারা এখন পর্যন্ত মোট ১২৩টি টেস্ট জিতেছে৷

চতুর্থ টেস্ট হারায় রিকি পন্টিং-এর উচিত অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছেড়ে দেয়া, এমনটা মনে করছেন অনেকেই৷ কিন্তু পন্টিং বিবিসিকে বলেছেন, অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে দেয়ার মতো অনেক কিছুই তাঁর আছে বলে তিনি মনে করেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই