1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩০ ঘণ্টা পর নিভেছে সুন্দরবনের আগুন

৫ মে ২০২১

সুন্দরবনে সোয়া এক একরের বেশি বনভূমি পুড়িয়ে শেষ পর্যন্ত আগুন নিভেছে প্রায় ৩০ ঘণ্টা পর৷ তবে আগুর লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷

https://p.dw.com/p/3syeU
আগুন নেভানো হচ্ছেছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, "মঙ্গলবার বিকালে "আগুন পুরোপুরি নিভে গেছে৷ বিকালের পর পানি ছিটানো এলাকায় আগুনের ধোঁয়ার কোনো কুণ্ডলি দেখতে পাইনি৷ বিকাল ৪টায় আগুন নেভানোর কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসীরা ফিরে গেছে৷''

সোমবার গভীর রাত ও মঙ্গলবার দুপুরের বৃষ্টি আগুন নেভানোর কাজে দারুণ উপকার দিয়েছে বলে জানান তিনি৷ এবং আগুনে ‘এক দশমিক ৩১ একর' বনভূমি পুড়ে যাওয়া এলাকায় মূল্যবান কোনো গাছপালা ছিল না বলেও জানান ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন৷

সোমবার বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে আগুন লাগে৷ 

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ছরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত পানি ছিটিয়ে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলি৷” আগুন লাগার স্থান থেকে জলাশয় দূরে থাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে সময় লেগেছে বলে তিনি জানান৷

তদন্ত কমিটির প্রধান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদিন বলেন, "আগুনে বনের ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ শুরু করেছি৷ নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিব৷”

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য