৩৫ বছরের মুখে এফএম’এ আমরা | পাঠক ভাবনা | DW | 15.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

৩৫ বছরের মুখে এফএম’এ আমরা

১৫ই এপ্রিল ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানের বয়স হল ৩৫ বছর৷ এর মাত্র এক দিন আগে এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সাহচর্যে যাত্রা করল এফএম তরঙ্গে৷ এই পঁয়ত্রিশটি বছরের নানা পর্যায়ে অনুষ্ঠান এগিয়ে গেছে শ্রোতাবন্ধুদের হাত ধরেই৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের কর্মীদের একাংশ ...

ডয়চে ভেলে বাংলা বিভাগের কর্মীদের একাংশ ...

কী সহজ আর সরলই না ছিল ১৯৭৫ সালের ১৫ই এপ্রিল আমাদের যাত্রার শুরুটা৷ ছোট্ট এক কর্মীদল৷ তাদের মাথার ওপর বটবৃক্ষের মত এক মানুষ - আহমেদ রফিক৷ সেই ছোট দল সময়ের সাথে একটু একটু করে বড় হয়েছে৷ নতুন কর্মী এসেছেন - ঢাকা থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে৷ পুরনো কর্মীদের কেউ কেউ আবার স্বস্থানে ফিরে গেছেন৷ অনুষ্ঠানে এসেছে বৈচিত্র্য৷ যুক্ত হয়েছে নিত্য নতুন বিষয়৷ কখনও থেমে থাকা নয়৷

DW Bengali Jubiläum Flash-Galerie

বাংলা বিভাগের ৩৫ বছর উপলক্ষ্যে বক্তব্য রাখছেন ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস, সঙ্গে আছেন বাংলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল-ফারূক

যুগের হাওয়ার সাথে তাল মিলিয়ে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠানও শুধু রেডিওর মাঝে সীমিত থাকতে পারেনি৷ তার ওপর পড়েছে অনিবার্য মাল্টিমিডিয়ার ছাপ৷ তাই অনলাইন, মোবাইল, আইপড এমনকি ফেসবুক টুইটারেও আমাদের উপস্থিতি৷ অনুষ্ঠানে সাময়িক ঘটনার পাশাপাশি গুরুত্ব পাচ্ছে পরিবেশ ও স্বাস্থ্য, লাইফ স্টাইল, বিজ্ঞান ও প্রযুক্তি, উচ্চশিক্ষার মত প্রয়োজনীয় বিষয়গুলো৷

ঠিক ৩৫ বছরে এসে বাংলা অনুষ্ঠান শুরু করলো বাংলাদেশ বেতারের ট্রান্সমিটারে তার এফ এম যাত্রা৷

DW Bengali Jubiläum Flash-Galerie

প্রাথমিক পর্বে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে আমাদের অনুষ্ঠান এখন শোনা যাচ্ছে বাংলাদেশ সময় সকাল আটটটায় ও রাত আটটায় ৯৭.৬, ১০৫.৪ এবং ১০৫ মেগাহার্তসে৷ শীঘ্রই এফএম'এ অনুষ্ঠান প্রচারিত হবে রাজশাহী, রংপুর আর খুলনা থেকেও৷ বাংলাদেশের শ্রোতাবন্ধুদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত৷ আমাদের দীর্ঘ যাত্রাপথে সঙ্গে থেকেছেন বাংলাভাষাভাষী শ্রোতাবন্ধুরা৷ তাঁদের সবাইকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন