1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩৭ বাংলাদেশিকে বাঁচালো তিউনিসিয়া

১০ জুলাই ২০১৯

সোমবার রাতে লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাত্রা শুরু করা এক নৌকায় ৩৭ বাংলাদেশিসহ ৭১ জন যাত্রী ছিলেন৷ উন্নত জীবন পাওয়ার আশায় তাঁরা ইউরোপ যাচ্ছিলেন৷

https://p.dw.com/p/3LqtT
Migranten auf einem NGO-Boot von Mediterranea Saving Humans
ছবি: picture-alliance/O. Calvo

তবে নৌকাটি তিউনিসিয়ার কারকেনাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছলে ডুবতে শুরু করে৷ সেই অবস্থায় যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসে তিউনিসিয়ার কর্তৃপক্ষ৷

দেশটির ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদ্দিন জেবালি জানান, উদ্ধারকৃতরা সবাই সুস্থ আছেন৷ এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি নাগরিক, মরক্কো ও মিশরের আটজন করে, আলজেরিয়ার সাতজন, সুদানের চারজন এবং চাড ও তিউনিসিয়ার একজন করে নাগরিক রয়েছেন বলে জানান তিনি৷

লিবিয়ার ত্রিপোলির কাছের শহর জুওয়ারা থেকে নৌকাটি ইটালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল৷

এর আগে একই রুট ব্যবহার করে ইউরোপ যাওয়ার পথে গত বুধবার একটি ডিঙি নৌকা তিউনিসিয়ার কাছে ডুবে যায়৷ ঐ নৌকায় ৮৬ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন উদ্ধার হওয়া মালির নাগরিক সোলাইমান কুলিবেলি৷ এএফপিকে তিনি বলেন, ‘‘পানি যখন নৌকায় ওঠা শুরু করে তখন সবাই আতঙ্কিত হয়ে ওঠেন৷ অনেকে পানিতে পড়ে যান৷''

ঐ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত একজন গর্ভবতী মহিলা ও এক শিশুসহ ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ৷

গত মে মাসে তিউনিসিয়ার উপকূলের কাছে ৭৫ জন অভিবাসপ্রত্যাশীকে উদ্ধার করেছিল মিশরের একটি টাগবোট৷ এদের মধ্যেও ৩০ জনের বেশি বাংলাদেশি ছিলেন৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য