1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪৮ বছর পর বিশ্বকাপে জিতল চিলি

১৬ জুন ২০১০

গ্রুপ এইচে হন্ডুরাস বনাম চিলির ম্যাচে আজ প্রথমার্দ্ধেই এক গোলে এগিয়ে যায় চিলি৷ মাবোম্বেলা স্টেডিয়ামে খেলার চৌঁত্রিশ মিনিটে হুয়ান বোসেগুরের গোলটি ছিল বেশ অসাধারণ৷

https://p.dw.com/p/NsGc
চিলির জন্য এটা একটা ঐতিহাসিক দিনছবি: AP

বিশ্বকাপ মান বললে কমই বলা হয়৷ আসলে দুই দলই তাদের তারকাদের বাদ দিয়ে মাঠে নামে আজ৷ হন্ডুরাসের টপ স্কোরার ডেভিড সুয়াজো আহত হয়ে মাঠের বাইরে৷ আরেক সুয়াজো, চিলির তারকা স্ট্রাইকার ডেভিড, তিনিও আহত এবং মাঠের বাইরে৷

কিন্তু হন্ডুরাসকে প্রথম থেকেই আজ বেশ চেপে ধরেছিল চিলি৷ প্রথমার্দ্ধের চৌঁত্রিশ মিনিটেই চলে আসে ম্যাচের একমাত্র গোলটি৷ ম্যাচের সর্বশেষ ফলাফল দেখা যাচ্ছে ১-০৷ যদিও নিদেনপক্ষে আরও একটি গোল হলেও হতে পারত৷ পুরো খেলাতেই লাল জার্সি পরা চিলির আধিপত্য ছিল কিন্তু কাউন্টার অ্যাটাকে এই হন্ডুরাস দল যে বেশ বিপদজনক হতে পারে, তা বেশ বোঝা গেছে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই৷

চিলির জন্য এই বিজয় ঐতিহাসিক৷ কারণ, বিশ্বকাপের কোন ম্যাচ জিতল তারা দীর্ঘ ৪৮ বছর পর৷ এর আগে ১৯৬২ সালে ঘরের মাঠে প্রাক্তন য়ুগোস্লাভিয়াকে তারা হারিয়েছিল৷ সেই ছিল শেষবার৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা : সঞ্জীব বর্মন