1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ম সংশোধনী বাতিল – বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হচ্ছে

Sanjiv Burman২ ফেব্রুয়ারি ২০১০

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ হল৷ সুযোগ সৃষ্টি হল ’৭২ এর সংবিধানে আবার ফিরে যাওয়ার৷ নিষিদ্ধ হতে পারে ধর্মভিত্তিক রাজনীতি৷ ফিরে আসছে ধর্মনিরপেক্ষতা৷

https://p.dw.com/p/Lpk6
রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে উদ্যোগী বর্তমান সরকারছবি: Harun Ur Rashid Swapan

দেশ স্বাধীন হওয়ার ৭২ সালেই একটি সংবিধান পায় জাতি৷ ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকরা সপরিবারে হত্যা করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ এরপর সামরিক শাসনের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন৷ ১৯৭৯ সালে তিনি সংবিধানে পঞ্চম সংশোধনী এনে সংবিধানের মৌলিক চরিত্রই পরিবর্তন করে দেন৷ শুরু হয় ধর্ম নিয়ে রাজনীতির সুযোগ৷ বাদ পড়ে ধর্ম নিরপেক্ষতা৷

২০০৫ সালে জমি সংক্রান্ত এক মামলায় আদালত ৫ম সংশোধনী বাতিল ঘোষণা করেন৷ কিন্তু বিএনপির নেতৃত্বে জোট সরকার আপীল করে ওই আদেশ স্থগিত করে৷ বর্তমান সরকার আপীল প্রত্যাহার করে নিলে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনসহ ৩ জন আইনজীবী এর বিরুদ্ধে আদালতে যান৷ মঙ্গলবার প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলামের নেতৃত্বে একটি বেঞ্চ তাদের আবেদন খারিজ করেন৷ ফলে পঞ্চম সংশোধনী বাতিল বৈধ হল এবং ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার পথ হল নিষ্কন্টক৷ যা সাংবাদিকদের জানান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ তিনি বলেন, ধর্ম নিরপেক্ষতা বহাল হওয়ায় ধর্ম নিয়ে রাজনীতি থাকবে না৷

আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ বলেন, সামরিক ফরমান বাতিল আর সংবিধানের মৌলনীতি বহাল হল৷ তবে বিএনপির সময়ের আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর বিরোধিতা করেছেন৷ তিনি বলেন, ৭২ এর সংবিধানে ফেরার কোন সুযোগ নেই৷ অন্যদিকে, এই রায়ের পরপর সুশীল সমাজ দেশে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল করার দাবী জানিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: সঞ্জীব বর্মন