1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ মিনিটে দুটি ‘সেম সাইড’ বায়ার্নকে বাঁচিয়ে দিল

২০ অক্টোবর ২০১০

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখ কোনোরকমে রুমেনিয়ার ক্লাব ক্লুশ’কে ৩-২ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা প্রায় পাকা করে নিয়েছে৷ তবে প্রতিপক্ষ দুটি ‘সেম সাইড’ গোল করায় তাদের কৃতিত্ব কিছুটা কমে গেল৷

https://p.dw.com/p/PiMf
Fussball, Champions, League, বায়ার্ন, মিউনিখ, ক্লুশ, ফুটবল
বায়ার্ন মিউনিখ ক্লুশের খেলোয়াড়দের মধ্যে ফুটবল নিয়ে যুদ্ধছবি: dapd

পর পর ৩টি ম্যাচে জয় হয়েছে বটে, কিন্তু বায়ার্ন শিবিরে কেউ তেমন উৎফুল্ল নয়৷ কারণ খেলার মান মোটেই ‘বায়ার্নোচিত' হচ্ছে না৷ মঙ্গলবারের ম্যাচে প্রতিপক্ষ ক্লুশ দুটি মারাত্মক ভুল না করে বসলে কী হত, তা ভেবেই হয়তো শিউরে উঠছে অনেকে৷ মাত্র ৫ মিনিটের মধ্যে নিজেদের গোলপোস্টেই ২-২টি গোল, এমন অঘটনের কথা তেমন শোনা যায় না৷

বায়ার্ন'এর সাফল্য নিয়ে সংশয় থাকলেও মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের অন্য একটি ম্যাচে জার্মান খেলোয়াড়দের চমক দেখা গেল৷ জার্মান জাতীয় দলের খেলোয়াড় মেসুত ও্যজিল ও সামি কেদিরা নিজেদের ক্লাবের হয়ে বেশ ভালো খেলা দেখালেন৷ রেয়াল মাদ্রিদের হয়ে এসি মিলানের বিরুদ্ধে ম্যাচে ২টি গোলের মধ্যে একটি করেন ও্যজিল৷ এটাই চ্যাম্পিয়নস লিগে তাঁর প্রথম গোল৷ ৮৩ মিনিটের মাথায় বদলি খেলোয়াড়কে জায়গা করে দিতে মাঠ থেকে ও্যজিল যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন রেয়াল মাদ্রিদের সমর্থকরা উঠে দাঁড়িয়ে করতালিতে ফেটে পড়েন৷ প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ও্যজিল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য