1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭ নম্বর ‘পয়া' জার্সি গায়ে চাপাচ্ছেন রোনাল্ডো

২৩ জুলাই ২০১০

গত মরশুমে ৯ নম্বর জার্সি পরতে হয়েছিলো রোনাল্ডোকে৷ রাউল গঞ্জালেস চলে যাওয়ায় ৭ নম্বর খালি হচ্ছে৷ কিন্তু রাউল'কে হারাবার শোক যাচ্ছে না৷

https://p.dw.com/p/OTBd
এবার পছন্দমতো জার্সি পাচ্ছেন রোনাল্ডোছবি: AP

রেয়াল মাদ্রিদের জার্সি চাপিয়ে মাঠে আবার নামছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ যে সে জার্সি নয়, ৭ নম্বর জার্সি৷ রেয়াল মাদ্রিদ দলে এতকাল ৭ নম্বর জার্সি পরতেন রাউল গঞ্জালেস৷ এই ৭ নম্বর জার্সি রোনাল্ডোর কাছে অত্যন্ত পয়া৷ পর্তুগাল জাতীয় দল বা ওল্ড ট্র্যাফোর্ড ক্লাবের হয়ে খেলার সময় রোনাল্ডোর গায়ে ছিল ৭ নম্বর জার্সি৷ রাউল রেয়াল ছেড়ে নাকি জার্মানির শালকে ক্লাবে চলে যাচ্ছেন, তাই ৭ নম্বর খালি হয়েছে৷ গত মরশুমে রোনাল্ডোকে ৯ নম্বর জার্সি পরতে হয়েছিল৷ কিন্তু সবুরে এবার মেওয়া ফলেছে৷ উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনাল্ডোকে রেয়াল মাদ্রিদে টানতে যে দর হাঁকা হয়েছিল, তা এখনো একটা রেকর্ড৷

Champions League Tournee Real Madrid gegen Werder Bremen
রাউল গঞ্জালেস’এর প্রস্থান রেয়াল’এর জন্য দুঃখজনকছবি: AP

রাউল গঞ্জালেস ব্লাঙ্কো'এর প্রস্থান রেয়াল'এর কাছে মোটেই ভালো খবর নয়৷ ক্লাবের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোল করেছেন৷ ১৯৯৪ সাল থেকে রাউল রেয়াল মাদ্রিদ'এ খেলছেন৷ লিগের ৫৫০টি ম্যাচে তিনি মোট ২২৮টি গোল করেছেন৷ এমনকি কিংবদন্তি খেলোয়াড় আলফ্রেদো দি স্টেফানো পর্যন্ত এত গোল করতে পারেন নি৷ শুধু ক্লাব নয়, স্পেনের জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সম্মানও রয়েছে তাঁরই ঝুলিতে৷ ১৯৯৬ থেকে ২০০৬ সালের মধ্যে তিনি ১০২টি ম্যাচে ৪৪টি গোল করেছিলেন৷

৩৩ বছর বয়স্ক রাউল'এর প্রস্থান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নি৷ তবে শোনা যাচ্ছে, আগামী ২৪শে অগাস্ট রেয়াল তাঁকে ঘটা করে বিদায় জানাবে৷ সেদিন আবার বিশ্ব একাদশের বিরুদ্ধে রেয়াল'কে খেলতে হতে পারে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য