1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮০ তম জন্মদিন পালন করছেন মিখাইল গর্বাচেভ

২ মার্চ ২০১১

বিংশ শতাব্দীর শেষ দিকে এসে বিশ্বব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে৷ কম্যুনিস্ট শাসিত রাশিয়া যাত্রা করে এক দলীয় ব্যবস্থা থেকে গণতন্ত্রের দিকে৷ এই ঘটনার পেছনের ব্যক্তিটি ছিলেন মিখাইল গর্বাচভ৷

https://p.dw.com/p/10Rrj
Gorbatschow
মিখাইল গর্বাচেভছবি: picture alliance/dpa

আজ নিজের ৮০ তম জন্মদিন পালন করছেন এই বর্ষীয়ান বহুল আলোচিত রাজনীতিবিদ৷ যদিও অনেক কম্যুনিস্টের কাছে তিনি খল নায়ক, তবে গণতন্ত্রকামী বিশ্ববাসীর কাছে গর্বাচেভ নায়ক হিসেবেই বিবেচিত হন৷ দুই জার্মানির পুনরএকত্রীকরণের ক্ষেত্রেও তাঁর সক্রিয় ভূমিকা জার্মানিতে প্রশংসিত৷

দীর্ঘ প্রায় আট দশকের কম্যুনিস্ট শাসনের বেড়াজাল থেকে রাশিয়াকে মুক্ত করেছিল গর্বাচভের বহুল আলোচিত ‘পেরেস্ত্রয়কা' বা ‘পুনর্গঠন' কর্মসূচি৷ ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার ক্ষমতায় ছিলেন গর্বাচেভ৷ ১৯৮৮ সালে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন তিনি৷ এরপরের তিনটি বছরে সোভিয়েত ইউনিয়ন যাত্রা করে ‘পরিকল্পিত অর্থনীতি' থেকে ‘বাজার অর্থনীতি'র দিকে৷ শুধু তাই নয় প্রথমবারের মত সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয় কম্যুনিজমের বেড়াজালে আচ্ছাদিত সোভিয়েত ইউনিয়নে৷

Angela Merkel, Mikhail Gorbachev
জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে মিখাইল গর্বাচেভছবি: AP

গর্বাচভের ‘পেরেস্ত্রয়কা' বা ‘পুনর্গঠন' কর্মসূচির হাত ধরেই সোভিয়েত রাশিয়াতে সূচিত হয় জাতীয়তাবাদী ধারণার বিস্তার, যার ফলশ্রুতিতে ভেঙ্গে যায় সোভিয়েত ইউনিয়ন৷ পূর্ব ইউরোপের জাতীয়তাবাদী মানুষের কাছে তাই গর্বাচভ এক হিসেবে পরিত্রাতা বটে৷

জানা গেছে, নিজের ৮০ তম জন্মদিনটি অনাড়ম্বরেই পালন করবেন পর্দার আড়ালে চলে যাওয়া এই রাজনীতিবিদ ও সংস্কারক৷ তবে জন্মদিন উপলক্ষে এই মাসের শেষ দিকে লন্ডনে একটি চ্যারিটি কনসার্টে উপস্থিত থাকবেন মিখাইল গর্বাচভ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক