1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যএশিয়া

অক্সিজেন কেন নেই ভারতে?

১ মে ২০২১

শ্বাস নিতে পারছে না সারাভারত৷ যেখানে যতটা দরকার সেখানে সেই ততটা অক্সিজেন নেই৷ ফলে দেশটির করোনা পরিস্থিতি হয়ে পড়েছে আরো সংকটময়৷ বৃহস্পতিবারও মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ৷ কোনভাবেই সামাল দিতে পারছে না দেশটির স্বাস্থ্যব্যবস্থা৷ কেমন করে এই পরিস্থিতি তৈরি হল? ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথায় সবচেয়ে খারাপ অবস্থা? এসব নিয়েই আজকের সংবাদের গভীরে৷

https://p.dw.com/p/3t7bL