1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেরা স্কোরার আলেকজান্দ্রা পোপ

২৪ জুন ২০১১

আলেকজান্দ্রা পোপের বয়স এখন ২০৷ ইতিমধ্যে মহিলা ফুটবল বিশ্বকে দেখিয়ে দিয়েছেন ভবিষ্যতে তিনি কী করতে যাচ্ছেন৷ গত বছর অনূর্ধ্ব-২০ প্রমীলা ফুটবল বিশ্বকাপে তিনি হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা৷ ছয় ম্যাচে তাঁর গোলের সংখ্যা ছিল ১০৷

https://p.dw.com/p/11iZy
আলেকজান্দ্রা পোপছবি: picture alliance/dpa

বয়সভিত্তিক দলে খেললেও এই তরুণী ইতিমধ্যে জার্মানির জাতীয় দলেও খেলে ফেলেছেন৷ তাঁর প্রথম ম্যাচ ছিল গত বছরের ১৭ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার বিরুদ্ধে৷ অবশ্য জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছেন নয়দিন পর ‘আলগার্ভ কাপ'এ ফিনল্যান্ডের হয়ে৷

এবার বিশ্বকাপের আগে খেলা তিনটি প্রস্তুত ম্যাচে পোপ গোল করেছেন তিনটি৷ ফলে বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর৷

বুন্দেসলিগায় পোপ খেলেন ‘এফসিআর ২০০১ ড্যুইসবুর্গ' দলের হয়ে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য