1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অমিত শাহর সঙ্গে নৈশভোজের পরই মমতার প্রশংসায় সৌরভ

৯ মে ২০২২

সাবেক ক্রিকেট অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সৌরভ একটি অনুষ্ঠানে মমতার প্রশংসা করেন।

https://p.dw.com/p/4B0MF
সৌরভের বাড়িতে ঢুকছেন অমিত শাহ।
সৌরভের বাড়িতে ঢুকছেন অমিত শাহ। ছবি: Subrata Goswami/DW

ভারসাম্য বজায় রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত শুক্রবার তার বেহালার বাড়িতে গিয়ে নৈশভোজ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় একঘণ্টার মতো সময় সৌরভের বাড়িতে ছিলেন অমিত শাহ। সোফায় পাশাপাশি বসেছেন। কথা বলেছেন। এমনকী ইনসুলিন নিয়ে মিষ্টি দইও খেয়েছেন।

অমিত শাহের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ স্বপন দাশগুপ্ত।

সৌরভের বাড়ির কাছে ছিলেন কিছু বিজেপি সমর্থকও।
সৌরভের বাড়ির কাছে ছিলেন কিছু বিজেপি সমর্থকও। ছবি: Subrata Goswami/DW

সৌরভের বাড়িতে অমিত শাহর নৈশভোজের পরই রাজ্যে এই আলোচনা প্রবল হয়েছে, সৌরভ কি তাহলে রাজনীতিতে আসছেন, তিনি কি বিজেপি-তে যোগ দিচ্ছেন? সূত্র জানাচ্ছে, সৌরভের সঙ্গে অমিত শাহের রাজনৈতিক আলোচনা হয়নি। দুজনে পাশাপাশি বসে কথা বলেছেন ঠিকই, কিন্তু তখন সেখানে অনেকেই ছিলেন। এভাবে এত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো কথা হয় না। তবে এটাও ঠিক, কলকাতা সফরে এসে সৌরভের বাড়িতে নৈশভোজ খেয়ে সাবেক ভারতীয় অধিনায়কের রাজনীতিতে যোগ দেয়া নিয়ে জল্পনা উসকে দিয়েছেন অমিত শাহ।

সৌরভের স্ত্রী ডোনাও সেই জল্পনা উসকে দিয়ে বলেছেন, ''সৌরভ রাজনীতিতে আসবে কিনা জানি না। তবে ও যেখানেই থাক, একেবারে শীর্ষে পৌঁছবে।''

এরপর গত শনিবারই কলকাতায় একটি হাসপাতালের অনুষ্ঠানে সৌরভ ও ডোনা গিয়েছিলেন। সেখানে তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমও ছিলেন। সৌরভ সেখানে বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্য়োপাধ্যায় আমার খুব কাছের মানুষ।'' আর ফিরহাদ জানিয়েছেন,  ''অতিথিকে আপ্যায়ন করতেই হবে। আমার বাড়িতে এলেও করতাম। দিদিই বলেছিলেন অমিত শাহকে দই-মিষ্টি খাওয়াতে।''

সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের সৌরভের বাড়ি থেকে দূরে দাঁড় করিয়েছিল পুলিশ।
সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের সৌরভের বাড়ি থেকে দূরে দাঁড় করিয়েছিল পুলিশ। ছবি: Subrata Goswami/DW

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুখেন্দু শেখর রায় বলেছেন, ''বিধানসভা ভোটের আগেও সুরভি ছিল না, এখনও নেই।''

প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র ডয়চে ভেলেকে বলেছেন, ''সৌরভ-কে বিজেপিতে যোগ দেয়াবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেহালার বাড়িতে গিয়ে নৈশভোজ খেতে হয় না। ফোনেই তা হয়ে যায়।''

নামপ্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''অমিত শাহ গ্যালারি-প্লে করে গেলেন। বিজেপি কর্মী ও সমর্থকদের বার্তা দিতে চাইলেন, সৌরভ তাদের সঙ্গে আছেন।''

জিএইচ/এসজি(পিটিআই)