1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অশান্ত ভেনেজুয়েলা, অচলাবস্থা কাটছে না

২৮ জানুয়ারি ২০১৯

সামরিক বাহিনী ও জনগণের সমর্থনের জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভেনেজুয়েলার দুই বিবাদমান নেতা৷ ইউরোপের ৪টি দেশ ৮ দিনের মধ্যে নির্বাচন ঘোষণার ডাক দিয়েছে৷ রাজনৈতিক সংকট কাটছে না৷

https://p.dw.com/p/3CIgL
Venezuela Militär
ছবি: Getty Images/AFP/F. Parra

দক্ষিণ অ্যামেরিকার দেশ ভেনেজুয়েলার রাজনৈতিক অচলাবস্থা কাটার কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না৷  ‘বিতর্কিত' প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা ছাড়ার বানতুন নির্বাচনের দাবি মানতে নারাজ৷ রবিবার প্রতিরক্ষামন্ত্রীকে পাশে রেখে তিনি এক সামরিক কুচকাওয়াজে আবার সামরিক বাহিনীর তাঁর প্রতি আনুগত্যের ‘প্রমাণ' দিলেন৷ মূলত রাশিয়ায় তৈরি সামরিক সাজসরঞ্জাম প্রদর্শন করে তাঁর সরকার শক্তি প্রদর্শন করলো৷ বিরোধী নেতা গুইয়াদোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মদতে এক অভ্যুত্থানে অংশ নেবার অভিযোগ করেন মাদুরো৷ আগামী ১০ থেকে ১৫ই ফেব্রুয়ারি তিনি আরো বড় আকারের সামরিক মহড়ার ঘোষণা করেন৷

অন্যদিকে স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইয়াদো আন্তর্জাতিক স্তরে বিপুল সমর্থন আদায় করতে সমর্থ হয়েছেন৷ ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও স্পেন মাদুরো-কে ৮ দিনের মধ্যে নির্বাচন ঘোষণার ডাক দিয়েছে৷ অন্যথায় তারা গুইয়াদোকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে৷ রবিবার অস্ট্রেলিয়া ও ইসরায়েলও গুইয়াদোর প্রতি সমর্থন জানিয়েছে৷ মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার অন্যতম বিরোধী নেতা কার্লোস আলফ্রেদো ভেকচিওকে সে দেশের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ অ্যামেরিকা গোটা বিশ্বের উদ্দেশ্যে ভেনেজুয়েলায় কোনো এক পক্ষের প্রতি সমর্থন স্পষ্ট করার ডাক দিয়েছে৷ পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গুইয়াদোর প্রতি আন্তর্জাতিক সমর্থনের ডাক দিয়েছেন৷

ভেনেজুয়েলায় ক্ষমতার লড়াইয়ে সামরিক বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে৷  মাদুরো সৈন্যদের প্রতি আনুগত্যের ডাক দিয়েনিরীহ মানুষের বিরুদ্ধে কোনো রকমের নিপীড়ন না চালানোর নির্দেশ দিয়েছেন৷ আনুগত্য বদলানোর জন্য সৈন্যদের উপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ সমর্থনের আশায় সামরিক বাহিনীর সঙ্গে নেপথ্যে আলোচনা চলছে বলে গুইয়াদো দাবি করেছেন৷

সিএনএন-এর তুরস্ক শাখাকে দেয়া এক সাক্ষাৎকারে মাদুরো ইউরোপের নেতাদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সামনে নতজানু হবার অভিযোগ করেন৷ তিনি বলেন, সৌভাগ্যবশত তাঁর দেশ ইউরোপের উপর নির্ভরশীল নয়৷ সে কারণে তিনি ৮ দিনের মধ্যে নির্বাচন ঘোষণার কথাও ভাবছেন না৷ তিনি বিরোধী নেতার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার অভিযোগ আনেন৷ তবে মাদুরো জানান, সংকট কাটাতে তিনি সংলাপের জন্য প্রস্তুত৷ উল্লেখ্য, রাশিয়া, চীন, কিউবা ও মেক্সিকোর পর তুরস্কও প্রকাশ্যে মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে৷ সে দেশের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান বৃহস্পতিবার টেলিফোনে মাদুরোর সঙ্গে কথা বলেছেন৷

স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুইয়াদো রবিবার সাধারণ মানুষের উদ্দেশ্যে রাজপথে নেমে পরিবর্তনের জন্য আন্দোলনের ডাক দিয়েছেন৷ দেশের সংকটপূর্ণ পরিস্থিতিতে মানবিক সাহায্য প্রবেশাধিকারের দাবিতে বুধবার দুপুরে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেবার আহ্বান জানান৷ ইউরোপীয় ইউনিয়নের দাবি অনুযায়ী, আগামী  ২রা মে মাদুরো নির্বাচন ঘোষণা না করলে তিনি গণবিক্ষোভের ডাক দিয়েছেন৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)