1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকটের মুখে জার্মান গাড়ি শিল্প

২৮ জুলাই ২০১৭

জার্মানির গাড়ি কোম্পানিগুলির দিনকাল মোটেই ভালো যাচ্ছে না৷ ডিজেলগেট কেলেঙ্কারি ও প্রতিযোগিতার ক্ষেত্রে অবৈধ বোঝাপড়ার অভিযোগে এবার উত্তর অ্যামেরিকায় একের পর এক মামলা শুরু হয়েছে৷

https://p.dw.com/p/2hHR5
অ্যামেরিকায় জার্মান গাড়ি শিল্পের উপর চাপ
ছবি: picture-alliance/dpa/M. Kappeler

ফ্লোরিডা রাজ্যের এলিজাবেথ কফম্যান, নিউ জার্সির এডনা পার্কার ও ওয়াশিংটন ডিসি-র ক্যারল গিবস – তিনজনেই দামি, উচ্চমানের জার্মান গাড়ির ভক্ত ছিলেন৷ তাঁরা বিএমডাব্লিউ, পর্শে, আউডি ও ফলক্সভাগেন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন৷ এই কোম্পানিগুলি গোপন বোঝাপড়ার মাধ্যমে প্রায় দুই দশক ধরে নিজেদের গাড়ির দাম বেআইনি পথে অনেকটাই বাড়িয়ে রেখেছে বলে যে অভিযোগ উঠেছে, তার ভিত্তিতেই অ্যামেরিকা ও ক্যানাডার আদালতে প্রায় একই সময়ে এই মামলা দায়ের করা হয়েছে৷

শুধু দাম নয়, এই কোম্পানিগুলি যন্ত্রাংশ সরবরাহকারী, বাজার, গাড়ির নির্গমন মাপার সরঞ্জাম ও অন্যান্য প্রতিযোগিতামূলক বিষয়ে বেআইনিভাবে বোঝাপড়া করে এসেছে বলে অভিযোগ উঠেছে৷ ৩ ব্যক্তি আনুষ্ঠানিক অভিযোগ জানালেও অ্যামেরিকার সব ক্রেতাদের হয়েই এই মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে৷

এমন গণমামলার ক্ষেত্রে সম্ভাব্য ক্ষতিপূরণের মাত্রা আকাশছোঁয়া হতে পারে৷ ক্যানাডার এক আদালতে প্রায় ৮৭ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে৷

উল্লেখ্য, ইউরোপেও কর্তৃপক্ষ জার্মান গাড়ি কোম্পানিগুলির এই ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত করছে৷ একটি সূত্র অনুযায়ী মার্কিন কর্তৃপক্ষও এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ মার্কিন বিচার মন্ত্রণালয় এই অভিযোগ খতিয়ে দেখছে বলে ব্লুমবার্গ দাবি করেছে৷

জার্মানির ডাইমলার কোম্পানি এমন অভিযোগ অস্বীকার করেছে৷ সংবাদ সংস্থা এএফপি-কে লেখা এক ই-মেলে কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, এই মামলা ভিত্তিহীন এবং কোম্পানি আত্মপক্ষ সমর্থনে সব পদক্ষেপ নেবে৷ বিএমডাব্লিউ ও ফলক্সভাগেন কোম্পানি অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷

জার্মানিতেও চাপের মুখে পড়ছে গাড়ি কোম্পানিগুলি৷ ফেডারেল পরিবহনমন্ত্রী পর্শে কোম্পানির একটি ডিজেল মডেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন৷ কার্বন নির্গমন সংক্রান্ত কারচুপির অভিযোগের ভিত্তিতে এই মডেলের জন্য অনুমতি প্রত্যাহার করেছে সরকার৷ পর্শে অবশ্য বিক্রি হওয়া সব গাড়ি ফিরিয়ে এনে এই ‘ত্রুটি' সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)