1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর নতুন নেতা আল-কুরাইশি

১ নভেম্বর ২০১৯

আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পর নেতা নির্বাচনে বেশি দেরি করেনি ইসলামি জঙ্গি সংগঠন আইএস৷ অডিও প্রকাশ করে তারা জানিয়েছে, এখন থে সংগঠনটিকে নেতৃত্ব দেবেন আবু ইব্রাহিম আল-হাশিমি আল কুরাইশি৷

https://p.dw.com/p/3SLd4
Syrien ein Kämpfer zündet eine IS Flagge an
ছবি: picture-alliance/AP Photo/M. Hussein

বৃহস্পতিবার আল ফুরকান ফাউন্ডেশনের ওয়েবসাইটে একটি অডিও প্রকাশ করা হয়৷ সেখানে আইএস-এর মুখপাত্র জানান, আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পরই সুরা কাউন্সিলের বৈঠক হয়েছে৷ তিনি জানান, সেই বৈঠকে মুজাহিদিন নেতারা সর্বসম্মিতক্রমে নতুন ‘খলিফা' হিসেবে আবু ইব্রাহিম আল-হাশিমি আল কুরাইশির নাম ঘোষণা করেছেন৷

অডিওবার্তায় আবু ইব্রাহিম আল-হাশিমি আল কুরাইশি সম্পর্কে আর কোনো তথ্য দেয়া হয়নি৷ 

গত রবিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আর কুর্দিদের যৌথ হামলায় মারা যান আবু বকর আল-বাগদাদি৷

বৃহস্পতিবারের অডিওবার্তায় আইএস-এর মুখপাত্র যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘‘যুক্তরাষ্ট্র, শেখ আল-বাগদাদির মৃত্যুতে আনন্দ করো না৷ তোমরা কি জানো না আমরা ইউরোপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আর মধ্য আফ্রিকায় ঢুকেই গেছি? আমরা পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়ছি৷''

এসিবি/কেএম (এপি, ডিপিএ, রয়টার্স)    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য