1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-কে রুখতেই হবে...

১৯ নভেম্বর ২০১৫

প্যারিস সন্ত্রাসের সঙ্গে যুক্ত অন্যান্য সন্ত্রাসী-সহযোগীদের সন্ধান চলেছে প্যারিস ও ব্রাসেলসে৷ ফরাসি ও বেলজিয়ান সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছেন৷ সেই সঙ্গে চলেছে আন্তর্জাতিক জোট সৃষ্টির উদ্যোগ৷

https://p.dw.com/p/1H8nl
Frankreich Soldat nach Terroranschlägen in Paris
ছবি: picture-alliance/dpa/S. Perolari

ব্রাসেলসের অভিবাসী অধ্যুষিত এলাকা মোলেনবেক ও অন্যত্র ছ'টি তল্লাশি অভিযান শুরু করেছেন বেলজিয়ান কর্তৃপক্ষ৷ প্যারিস সন্ত্রাসের দিন ফ্রান্স আর জার্মানির খেলা চলার সময় যে তিনজন সন্ত্রাসী স্টেডিয়ামের উপর হামলা চালানোর প্রচেষ্টা করে, তাদের মধ্যে ছিল আত্মঘাতী বোমারু বিলাল হাদফি৷ ব্রাসেলসের তল্লাশি অভিযানে সেই বিলাল হাদফির সহযোগীদের ধরার চেষ্টা করা হচ্ছে৷

ফ্রান্সের সরকারি কৌঁসুলী সদ্য জানিয়েছেন যে, এর আগের দিন প্যারিসের স্যাঁ ডেনি এলাকায় পুলিশি অভিযানে আবদেলহামিদ আবাউদ প্রাণ হারিয়েছে৷ ২৭ বছর বয়সি আবাউদকে প্যারিস সন্ত্রাসের মূল ষড়যন্ত্রকারী বলে ধরে নেওয়া হচ্ছিল৷ ওদিকে প্যারিসের বাসিন্দারা আবার তাদের প্রিয় কাফেগুলিতে ফিরে গিয়ে দেখানোর চেষ্টা করছেন, তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস সন্ত্রাসের বিরুদ্ধে হাল আমলের ‘‘রেজিস্তঁস'' বা প্রতিরোধ কী হতে পারে৷

অপরদিকে প্যারিসের পূর্বাঞ্চলের একটি রেস্টুরেন্টের সামনে জমে উঠছে ফুলের পাহাড়৷ ঠিক এখানেই ন'জন মানুষ আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন৷ কিন্তু বাসিন্দারা বলতে চান, নিউ ইয়র্কের মতো প্যারিসও এক ধরনের ‘মেল্টিং পট' – এখানেও নানা জাতি ও ধর্মের মানুষদের সমন্বয়৷

প্যারিস অথবা ব্রাসেলসে সশস্ত্র পুলিশি অভিযান চলেছে বলে রাজনীতি, কূটনীতি থেমে নেই৷ ফ্রান্স শুধু সিরিয়ায় আইএস-এর মূল ঘাঁটি রাকার উপর একের পর এক বিমানহানা চালিয়েই ক্ষান্ত নয়, একটি অভূতপূর্ব পদক্ষেপে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রতি ‘সামরিক সাহায্যের' আবেদন জানিয়েছে৷

বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল বলেছেন যে, তিনি সন্ত্রাসী সন্দেহে ধৃত ব্যক্তিদের আরো বেশি দিন পুলিশি হেফাজতে রাখার জন্য সংবিধান বদলাতে চান৷ এছাড়া তিনি নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানোর জন্য আরো ৪০ কোটি ইউরো বরাদ্দ করছেন৷

সন্ত্রাস নতুন আকার ধারণ করতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভাল্স৷ তিনি সংসদে বলেছেন যে, চরমপন্থিরা জীবাণু বোমা বা অনুরূপ কোনো অস্ত্র ব্যবহার করতে পারে৷

অপরদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লোরঁ ফাবিউস আন্তর্জাতিক রাষ্ট্রসমাজের প্রতি ইসলামিক স্টেট গোষ্ঠীকে নির্মূল করার জন্য আরো বেশি করার আহ্বান জানিয়েছেন৷ বৃহস্পতিবার ফাবিউস ফরাসি বেতারে বলেন, আইএস বস্তুত ‘‘একটি দানব৷ কিন্তু বিশ্বের সব ক'টি দেশ যদি ৩০ হাজার (আইএস সদস্যদের) মোহড়া না নিতে পারে, তবে সেটা হবে অবোধ্য৷''

এসি/ডিজি (এপি, এএফপি)

প্যারিসের হামলার পর ইউরোপে সন্ত্রাস কি সত্যিই নতুন আকার ধারণ করতে পারে? জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য