1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএসের হামলা, পাকিস্তানে নিহত ৮৫

১৩ জুলাই ২০১৮

পাকিস্তানের বালুচিস্তানে এক রাজনৈতিক সভায় বোমা হামলায় জনপ্রিয় নেতা নওয়াবজাদা সিরাজ রাইসানিসহ অন্তত ৮৫ জন নিহত হয়েছেন৷ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷

https://p.dw.com/p/31QZy
Karte Pakistan Baluchistan DEU

২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে মাসতুং আসন থেকে বালুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী ছিলেন সিরাজ৷ সেই নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যেই আয়োজন করা হয় এই রাজনৈতিক সভার৷

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হামলাটি আত্মঘাতী ছিল৷ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বুঙ্গালজায়ি জানিয়েছেন, সিরাজ রাইসানিকে গুরুতর আহত অবস্থায় কোয়েটার উদ্দেশে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান৷

বালুচিস্তানের বেসামরিক প্রতিরক্ষা পরিচালক আসলাম তারিন জানিয়েছেন, হামলায় আট থেকে দশ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকতে পারে৷

এই হামলায় দেড় শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন৷ গত কয়েকদিন ধরে চলা নির্বাচন পূর্ববর্তী সহিংসতার মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ৷

এর আগে, শুক্রবার সকালে খাইবার পাখতুনখোয়ার মুখ্য মন্ত্রী আকরাম খান দুররানির গাড়িবহরে বোমা হামলায় হয়৷ এতে দুররানি বেঁচে গেলেও নিহত হন ৪ জন, আহত হন অন্তত ৩২ জন৷

এডিকে/এসিবি (এএফপি, এপিটিএন)