1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইওসি-তে এবার এশিয়ার পালা: এং সো মিয়াং

২৯ আগস্ট ২০১৩

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে সিঙ্গাপুরের এং সো মিয়াং-ও আছেন – এবং তাঁর জেতার সম্ভাবনা কম নয় বলে বিবেচনা করা হচ্ছে৷ আইওসি-র একজন এশীয় নেতা হওয়ার সময় এসেছে, বলে মিয়াং-এর ধারণা৷

https://p.dw.com/p/19Y4t
ছবি: imago/Xinhua

আইওসি-র প্রেসিডেন্ট হওয়ার দৌড় এখন শেষ বাঁকে, সংবাদ সংস্থাগুলি ঘোড়দৌড়ের ভাষায় ঘোষণা করছে৷ আগামী ১০ই সেপ্টেম্বর বুয়েনস আইরেস-এ ভোট৷ কাজেই ছ'জন প্রার্থী তাদের প্রচারণা আর এক পর্দা চড়িয়েছেন৷

৬৪ বছর বয়সি এং সো মিয়াং জাতে চীনা৷ তিনি হলেন সিঙ্গাপুরের এক সুপারমার্কেট চেইনের প্রধান ও সেই সঙ্গে কূটনীতিক৷ মিয়াং এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন, ১১৯ বছরের পুরনো আইওসি-র এবার একটা ‘‘ভিন্ন দৃষ্টির'' প্রয়োজন, কেননা যে যুগ শুরু হতে চলেছে তাতে বিশ্বের সবচেয়ে জনবহুল অংশ, অর্থাৎ এশিয়া, বৃহত্তর ভূমিকা নেবে৷

IOC Kandidat Thomas Bach
আইওসি-র পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা জার্মানির টোমাস বাখ-এরই সবচেয়ে বেশিছবি: Getty Images

ব্যারন পিয়ের দ্য কুবের্তাঁ ১৮৯৪ সালে আইওসি প্রতিষ্ঠা করেন৷ সে যাবৎ সাতজন ইউরোপীয় ও একজন মার্কিনি আইওসি-র প্রেসিডেন্ট হয়েছেন, যাদের মধ্যে বর্তমান পদাধিকারী জাক রগে ২০০১ সাল থেকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত রয়েছেন৷ মিয়াং-এর যুক্তি হল: ‘‘আইওসি খুবই বিশ্বায়িত হয়ে পড়েছে এবং আমার মনে হয়, আইওসি-র পক্ষে একটি ভিন্ন দৃষ্টি খুবই জরুরি, এমন একটি দৃষ্টি, যা বিশ্বের অপর কোনো কোণ থেকে আসছে৷''

‘‘ভিন্ন দৃষ্টি''

তবে কি আইওসি'র একজন এশীয় নেতা হবার সময় এসেছে? এই প্রশ্নের উত্তরে মিয়াং সংক্ষেপে বলেন: ‘‘আমি তাই আশা করবো৷ সেটা যে শুধু প্রতীকী বিচারেই গুরুত্বপূর্ণ হবে, এমন নয়৷ বরং তারা যে নতুন মূল্যবোধ আনবে, সে জন্যও বটে৷ আমরা যখন সার্বজনীনতার কথা বলি, বিভিন্ন মূল্যবোধের কথা বলি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন প্রসঙ্গ ও চ্যালেঞ্জকে নতুনভাবে দেখার ক্ষমতা (সেগুলোও আসবে)৷''

এং বলেন: ‘‘তার অর্থ হবে ভিন্ন সব সমাধান, যেগুলো আসবে বিভিন্ন কোণ ও দৃষ্টিকোণ থেকে৷ যেটা অলিম্পিক আন্দোলনের পক্ষে খুবই কাজের এবং তার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷'' এং ছাড়া এশিয়া থেকে আরো একজন প্রার্থী আছেন: তাইওয়ানের সি কে উ, যিনি আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের সভাপতি৷ তবে এশিয়ার এই দু'জন প্রার্থীর মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়া নিয়ে এং বিশেষ চিন্তিত নন৷

IOC Kandidat Sergej Bubka
ইউক্রেনের পোল ভল্ট কিংবদন্তি সের্গেই বুবকাছবি: imago/Sven Simon

বলতে কি, আইওসি-র পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা জার্মানির টোমাস বাখ-এরই সবচেয়ে বেশি৷ তবে তার পরেই আসছেন এং ও পুয়ের্তো রিকো-র ব্যাংকার রিচার্ড ক্যারিয়ন৷ এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউক্রেনের পোল ভল্ট কিংবদন্তি সের্গেই বুবকা এবং সুইজারল্যান্ডের ডেনিস অসওয়াল্ড৷

ব্যবসায়ী বুদ্ধি

তবে এং-এর সবচেয়ে বড় যোগ্যতা তাঁর এশিয়ার মানুষ হওয়া নয়৷ তিনি যে একজন সফল, অতীব সফল ব্যবসায়ী, সেটাই হল তাঁর সবচেয়ে বড় যোগ্যতা – এমনকি নিজের চোখেও৷ বাস কোম্পানি দিয়ে শুরু করে সিঙ্গাপুরের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইনের প্রতিষ্ঠাতা হয়েছেন এং সো মিয়াং৷ আইওসি-তেও তাঁর ব্যবসায়ী বুদ্ধির পরিচয় রাখবেন, এই হল তাঁর প্রতিশ্রুতি৷

এং গ্রীষ্ম এবং শীতকালীন অলিম্পিক আয়োজনের খরচ ব্যাপকভাবে কমানোর প্রস্তাব দিয়েছেন, যে খরচ বহু শহরের ও পথে না যাওয়ার কারণ৷ তিনি অলিম্পিক আয়োজনের প্রার্থী হওয়ার প্রক্রিয়াটাও সাধারণভাবে পুনর্বিবেচনা করতে চান৷ অলিম্পিকের প্রোগ্রামও পর্যালোচনা করবেন তিনি, যাতে অলিম্পিক তার উত্তেজনা, তার রোমাঞ্চ বজায় রাখতে পারে৷

সবচেয়ে বড় কথা, তিনি সারা বিশ্বে ৮০টি ‘অলিম্পিক যুব বিকাশ কেন্দ্র' স্থাপনের উচ্চাকাঙ্ক্ষা রাখেন, যার মধ্যে অনেকগুলি কেন্দ্রই হবে দরিদ্র দেশে৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য