1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

২০ আগস্ট ২০১০

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরটি অনেক বড় হলেও শহরটির ফুটবল ক্লাব কিন্তু তেমন নয়৷ যদিও ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি বয়সের দিক থেকে অনেকের চেয়ে এগিয়ে আছে৷

https://p.dw.com/p/OsFa
Eintracht Frankfurt
ছবি: picture-alliance / dpa

কিন্তু বুন্ডেসলিগায় তাদের তেমন কোন পারফরমেন্স দেখা যায় না৷ গত মৌসুমে তারা বুন্ডেসলিগায় ১০ স্থানে ছিল৷ ১৯৯৫ সালের পর এটাই তাদের সর্বোচ্চ সাফল্য৷

তবে এবার হয়তো ভিন্ন চেহারায় দেখা যেতে পারে লাল কালো জার্সিদের৷ কারণ বুন্ডেসলিগা শুরুর আগ পর্যন্ত আটটি প্রীতি ম্যাচ খেলেছে ফ্রাঙ্কফুর্ট, এবং অবাক হলেও সত্য আটটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা৷ এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার বিজয়ী চেলসিকে ২-১ গোলে এবং লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে তারা৷ ইটালির সিরিএ লিগের অন্যতম দল পালেরমোকেও তারা হারিয়েছে ২-১ গোলে৷

দলের অন্যতম ভরসা আক্রমণভাগ, জানিয়েছেন কোচ মিশায়েল স্কিবে৷ উল্লেখ্য, এই মৌসুমেই ফ্রাঙ্কফুর্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি৷ বুন্ডেসলিগা শুরুর আগেই তার দল যেভাবে একের পর এক প্রীতি ম্যাচ জিতছে তাতে মনে হচ্ছে কেবল প্রথম দশে থেকেই এবার সন্তুষ্ট থাকতে রাজি নন ৪৪ বছর বয়স্ক এই কোচ৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক - ওকা নিকোলোভ, রক্ষণভাগ - গিয়ানিস জাফেলাস, মার্কো রুস, ক্রিস, মাইক ফ্রাঞ্জ, মধ্যমাঠ- বেনইয়ামিন ক্যোলার, পির্মিন শ্যোয়েগলার, প্যাট্রিক ওখস, আলেক্সান্ডার মায়ার, থিওফানিস গেকাস, হালিল আলটিনটপ৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৩-১-২

কোচ : মিশায়েল স্কিবে

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ