1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইভরি কোস্ট একটা চূড়ান্ত সমাধানের দিকে এগোচ্ছে

৬ এপ্রিল ২০১১

নির্বাচন জয়ী প্রেসিডেন্ট আলাসান ওয়াতারা’র বাহিনী লোরঁ বাগবো’র বাংকারের উপর হানা দেবার মুখে৷ অন্তত ওয়াতারার মুখপাত্র আফুসি বাম্বা রয়টার্স সংবাদ সংস্থাকে তা’ই বলেছেন৷

https://p.dw.com/p/10oVq
আলাসান ওয়াতারাছবি: AP

সংবাদ সংস্থাগুলোর শেষ খবর অনুযায়ী ওয়াতারার বাহিনী বাগবো'র বাসভবনে প্রবেশ করেছে৷ এবং তার আগে যে প্রেসিডেন্টের প্রাসাদ এবং বাসভবনের গোটা এলাকা জুড়ে যুদ্ধ চলেছে, স্থানীয় বাসিন্দারাই সে'কথা জানিয়েছেন৷ ওয়াতারার মুখপাত্র আফুসি বাম্বা রয়টার্সকে যা বলেছেন, তা' হল এই: ‘‘ওরা'' - মানে ওয়াতারা বাহিনী - ‘‘এখনও বাগবো'কে হস্তগত করেনি, কিন্তু করতে চলেছে৷'' এর সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বিবরণ যোগ করা যায়: তারা দেখেছে, ওয়াতারার এফআরসিআই যোদ্ধারা পিক-আপ ভ্যান এবং জিপে করে বাগবোর বাসভবনের দিকে যাচ্ছে৷ পরে স্বয়ংক্রিয় বন্দুকের আওয়াজ এবং ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে৷

Elfenbeinküste Praesident Laurent Gbagbo
লোরঁ বাগবোছবি: Picture-Alliance/dpa

ওয়াতারা বাহিনী আবিজানে ঢুকল জাতিসংঘ এবং ফ্রান্সের হেলিকপ্টার থেকে পরিকল্পিত বিমান হানার কল্যাণে৷ ওদিকে ঐ ফ্রান্সই আলাপ-আলোচনার মাধ্যমে বাগবো'কে ক্ষমতা এবং দেশত্যাগে রাজি করানোর চেষ্টা করছিল৷ কিন্তু ফরাসি সরকারের এক সূত্র বলেছেন যে, বাগবো তাঁর বিদায় নেওয়ার ব্যাপারে বিশেষ আন্তরিকতা দেখাননি৷ বুধবার সকালেও তিনি ক্ষমতার উপর দাবি ছাড়ার ব্যাপারে একটি দলিলে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন, জাতিসংঘ এবং ফ্রান্স ঐ দলিলের পিছনে থাকা সত্ত্বেও৷ দলিলটি মঙ্গলবার বাগবো'কে পাঠানো হয়৷ বুধবার বাগবোর মুখপাত্র আহুয়া ডন মেলো রয়টার্সকে বলেছেন, জাতিসংঘ এবং ফ্রান্সের প্রস্তাবের কোনো বৈধ, আইনগত ভিত্তি নেই৷ আর বাগবো তো আগেই জানিয়েছিলেন যে, তিনি আত্মসমর্পণের কথা ভাবছেন না৷

আজ বুধবার তিনি ফ্রান্সের আরএফআই রেডিও'কে টেলিফোনে যা বলেছেন, তার অর্থ দাঁড়ায়, সোমবার ফরাসি এবং জাতিসংঘের বিমান হানায় তাঁর অস্ত্রশস্ত্র বিনষ্ট হবার পরই তিনি যুদ্ধবিরতির ডাক দেন৷ অপরদিকে তাঁর শহীদ হবার কিছুমাত্র ইচ্ছা নেই৷ এবং এখনও তিনি ওয়াতারার সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার কথা বলছেন৷

যা'তে ওয়াতারা স্বভাবতই রাজি নন৷ তবে ওয়াতারার বাহিনীকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন বাগবোর প্রাণনাশ না করে৷ এটা ওয়াতারার নিজের নির্দেশ৷ তিনি নাকি বাগবোর বিচারের ব্যবস্থা করতে চান৷ আর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এ্যালাঁ জুপে বলেছেন, বাগবোর সাথে শুধু একটি ব্যাপারেই আলোচনা করা চলে: সেটি হল তার বিদায়৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সাগর সরওয়ার