1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

২৩ জানুয়ারি ২০২৪

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেলেন বাম হাতি স্পিনার নাহিদা আক্তার। ২০২৩ সালে নাহিদা ২০টি উইকেট নেন, যা ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ।

https://p.dw.com/p/4baEP
নভেম্বরে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে উইকেট শিকারের পর নাহিদার উদাযপনের একটি মুহূর্ত
নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদা আক্তার ছবি: https://www.tigercricket.com

১১ ম্যাচে ১৯.৪৫ গড়ে এই ২০ উইকেট নেন তিনি। রান দেওয়াতেও রীতিমতো কার্পণ্য করেছেন তিনি। ওভারপ্রতি খরচ করেছেন ৪.০৮ রান। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই নারীদের বর্ষসেরা ওয়ানডে দলে স্থান পেলেন নাহিদা।

এর আগে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটারহিসেবে আইসিসির মাসসেরার স্বীকৃতিও পেয়েছিলেন নাহিদা।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয়ী হওয়া ওয়ানডে সিরিজে সাত উইকেট পেয়েছিলেন নাহিদা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হলে সুপার ওভারে বোলিং করতে এসে মাত্র সাত রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন নাহিদা। সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি উইকেট নিয়েছিলেন তিনটি। ভারতের বিপক্ষে সিরিজেও ১৫ গড়ে ছয় উইকেট নিয়েছেন এই স্পিনার।

২০২৩ সালের সেরা পুরুষ ও নারী একদিনের দল আজ ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার, দুজন নিউজিল্যান্ডের। আর একজন করে রাখা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দল: চামারি আটাপাট্টু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট-শিভার ব্রান্ট, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু ও নাহিদা আক্তার।

২০২৩ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারদের নামও ঘোষণা করেছে আইসিসি। যেখানে দাপট রয়েছে ভারতীয় ক্রিকেটারদের। এই একাদশে ভারতের ক্রিকেটার ছয়জন। ওপেনিংয়ের রোহিত শর্মার সঙ্গে আছেন শুভমন গিল। এ ছাড়া দলে আছেন বিরাট কোহলি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।

আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে দল: রোহিত শর্মা; ক্যাপ্টেন (ভারত), শুভমন গিল (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), ড্যারিল মিশেল (নিউজিল্যান্ড), হাইনরিখ ক্লাসেন (সাউথ আফ্রিকা, উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন), মার্কো জানসেন (সাউথ আফ্রিকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), মোহাম্মদ সিরাজ (ভারত), কুলদীপ যাদব (ভারত), মোহাম্মদ শামি (ভারত)

আরকেসি/এসিবি (প্রথম আলো, দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান