1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মহত্যার পক্ষে জার্মান আদালত

২৬ ফেব্রুয়ারি ২০২০

জার্মানির সর্বোচ্চ আদালত একজন পেশাজীবীর সহায়তা নিয়ে আত্মহত্যার পক্ষে রায় দিয়েছে৷ বুধবার দেয়া এই রায়ে আদালত বলেছে, ‘নিজের মৃত্যুর বিষয় ঠিক করার অধিকার' মানুষের রয়েছে৷

https://p.dw.com/p/3YTWl
Symbolbild | Sterbehilfe
ছবি: picture-alliance/dpa/O. Berg

২০১৫ সালে জার্মান সংসদে পাস হওয়া এক আইনে এ ধরনের আত্মহত্যা নিষিদ্ধ করা হয়েছিল৷ পরে মুমূর্ষু রোগী, চিকিৎসক ও আত্মহত্যায় সহায়তা করা বিভিন্ন সংস্থা এই আইনের বিরুদ্ধে মামলা করে৷

জার্মানির সর্বোচ্চ আদালত ‘ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট'-এর দেয়া রায়ের আরেক অংশ সবাইকে অবাক করেছে৷ আদালত বলেছে, একজন পেশাজীবীর সহায়তা নিয়ে আত্মহত্যার অনুমতি শুধু মুমূর্ষু রোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা৷ ‘‘জীবনের যে কোনো পর্যায়ে মৃত্যু নিয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা একজন ব্যক্তির রয়েছে,'' বলে মন্তব্য করেছে আদালত৷

জার্মান সরকার বলছে, তারা সর্বোচ্চ আদালতের রায় ‘খুব ভালোভাবে' পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করবে৷

এদিকে, গির্জার প্রতিনিধিরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ জার্মান বিশপস কনফারেন্স ও এভানজেলিক্যাল চার্চ এক যৌথ বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই রায়ের কারণে বয়স্ক ও অসুস্থ মানুষরা সহায়তা নিয়ে আত্মহত্যার সেবা নিতে ‘অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ' অনুভব করতে পারেন৷

সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে সহায়তা নিয়ে আত্মহত্যা বৈধ৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য