1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষিদ্ধ হলো না এনপিডি

১৭ জানুয়ারি ২০১৭

নতুন করে নাৎসিবাদ উসকে দেয়ার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে৷ এ কারণেই চরম ডানপন্থি দল এনপিডি-কে নিষিদ্ধ করার দাবি ওঠে৷ জার্মানির সাংবিধানিক আদালত নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে রায় দিয়েছে৷

https://p.dw.com/p/2Vugn
জার্মানির একটি কোর্ট ঘর
ছবি: Reuters/K. Pfaffenbach

মঙ্গলবার আদালত এক রায়ে বলেছে, এনপিডি-র কর্মসূচি সংবিধানবিরোধী হলেও এমন কোনো লক্ষণ দেখা যায়নি, যার কারণে মনে হতে পারে যে, দলটি অচিরেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে৷

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হলেও গত ৫৩ বছরে এনপিডি কখনোই জনপ্রিয় দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি৷ সারা জার্মানিতে দলটির মোট ৫ হাজার ২০০ সদস্য রয়েছে৷ এছাড়া দলটির তৎপরতা মূলত সাবেক পূর্ব জার্মানির অংশেই দেখা যায়৷

জার্মান সংসদে আসন পেতে হলে কোনো দলকে সংসদ নির্বাচনে অন্তত শতকরা ৫ ভাগ ভোট পেতে হয়৷ এনপিডি কখনোই ৫ শতাংশ ভোট পায়নি৷ সর্বশেষ নির্বাচনে মাত্র ১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল তারা৷ রাজ্য সংসদে একজন মাত্র প্রতিনিধি ছিল তাদের৷ সর্বশেষ নির্বাচনে সেটিও হারিয়েছে এনপিডি৷

সাম্প্রতিক সময়ে শরণার্থী সংকটের কারণে জার্মানিতে আরেক ডানপন্থি দল এএফডি-র জনপ্রিয়তা বাড়লেও, দৃশ্যত এনপিডি-র গ্রহণযোগ্যতা একেবারেই বাড়েনি৷

এসব কারণেই দলটিকে নিষিদ্ধ করার আবেদন অগ্রাহ্য করেছে সাংবিধানিক আদালত৷

এর আগে ২০০৩ সালেও একবার এনপিডিকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল৷ সেবারও নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দেয় আদালত৷  

এসিবি/এসি(ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য