1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অশান্ত আফগানিস্তান

২৬ অক্টোবর ২০১২

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪১ ব্যক্তি, আহত ৫০৷ ফারিয়াব প্রদেশের একটি মসজিদে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে৷ জার্মান বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে এই তথ্য৷

https://p.dw.com/p/16XWK
ছবি: picture-alliance/dpa

ফারিয়াব প্রদেশের উপ-গভর্নর আব্দুল সাত্তার বারেজ এই প্রসঙ্গে বলেন, ‘‘আজ সকালে একটি মসজিদে হামলায় কমপক্ষে ৪১ ব্যক্তি নিহত হয়েছে৷ ফারিয়াবের পুলিশ প্রধানও হামলায় আহত হয়েছে৷’’ ফরাসি বার্তাসংস্থা এএফপি’ও জানিয়েছে যে নিহতের সংখ্যা চল্লিশ জনের বেশি৷

হতাহতের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক, বলেছেন আব্দুল সাত্তার৷ এই বিষয়ে এক কর্মকর্তা জানিয়েছেন যে, প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমেদ জাবেদ বেদারও হামলায় নিহত হয়েছেন৷ এছাড়া পাঁচ শিশুও রয়েছে মৃতের তালিকায়৷

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষ্যে মসজিদটিতে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ৷ আর সেই সুযোগটাই কাজে লাগায় আত্মঘাতী হামলাকারী৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, হামলাকারী পুলিশের পোশাক পরে মসজিদের প্রবেশদ্বারে অপেক্ষা করছিল৷ ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা যখন একে অপরের সঙ্গে কোলাকুলিতে ব্যস্ত, তখন নিজের শরীরে বেঁধে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায় সে৷

Afghanistan Selbstmordanschlag in Maimana Krakenwagen
মাইমানা শহরে হত্যালীলাছবি: Reuters

বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশেই অবস্থারত মুসল্লি সায়েদ মোকিদ এএফপি’কে বলেন, ‘‘আত্মঘাতী বোমারুকে অল্প বয়সি বলে মনে হয়েছে৷’’ এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি৷ তবে সাধারণত তালেবান জঙ্গিরাই এভাবে আত্মঘাতী হামলা চালিয়ে থাকে৷

এদিকে, ঈদ উপলক্ষ্যে এক বার্তায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আফগানদের হত্যা বন্ধ করতে এবং মসজিদ, হাসপাতাল কিংবা স্কুল ধ্বংস করা থেকে বিরত থাকতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তালেবান নেতা মোল্লাহ ওমরও গত বুধবার এক বিবৃতিতে বেসামরিক প্রাণহানি রোধে সচেতন থাকতে তার যোদ্ধাদের প্রতি নির্দেশ দিয়েছেন৷ বিবৃতিতে ওমর বলেন, ‘শত্রুরা’ বেসামরিক প্রাণহানির দায় তাদের (তালেবানের) উপর চাপাচ্ছে৷

প্রসঙ্গত, ফারিয়াব প্রদেশ এতদিন অপেক্ষাকৃত শান্ত ছিল৷ বিশেষ করে গত কয়েক বছরে বড় ধরনের কোনো জঙ্গি তৎপরতা সেখানে দেখা যায়নি৷ কিন্তু চলতি সপ্তাহে আবারো বদলে গেছে ফারিয়াবের পরিস্থিতি৷ দু’দিন আগে সেখানে একটি পুলিশ চেকপোস্টে হামলা চালায় তালেবান জঙ্গিরা৷ সেসময় সংঘর্ষে প্রাণ হারায় এক তালেবান কমান্ডার এবং তার ২৪ জন যোদ্ধা৷

শুক্রবার ফারিয়াবের আরো একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে৷ আফগান গোয়েন্দা সংস্থার প্রাদেশিক প্রধানকে লক্ষ্য করে মসজিদের মধ্যে গুলি ছোঁড়ে এক বন্দুকধারী৷ তবে গোয়েন্দা প্রধান অল্পের জন্য বেঁচে যান৷ বন্দুকধারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়৷

এআই/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য