1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘আমাদের দয়া করে বাঁচান’’ - লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের আর্তি

৪ মার্চ ২০১১

লিবিয়ায় এখনো অনেক বাংলাদেশি চরম দুর্দশার মধ্যে রয়েছেন৷ তারা ডয়চে ভেলের কাছে করুণ আর্তি জানিয়ে বলেছেন,‘ আমাদের দয়া করে বাঁচান, নয়তো আমরা গুলি খেয়ে মারা যাব’৷ তারা বলেন, তারা পলাবারও কোন পথ পাচ্ছেন না৷

https://p.dw.com/p/10TEH
ছবিতে লিবিয়া টিউনিশিয়া সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদের একাংশছবি: DW

লিবিয়ার মিসরাতায় এখনো অনেক বাংলাদেশি আটকে আছেন৷ সেখানে লিবিয়ার মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন-এর একজন শ্রমিক রাজু ডয়চে ভেলেকে টেলিফোনে জানান তাদের দুর্দশার কথা৷ তিনি জানান, ওই কোম্পানিতে তারা প্রায় ৫শ' শ্রমিক আটকে আছেন৷ খাবার নেই৷ নেই বাইরে বের হবার সুযোগ৷ তারা না যেতে পারছেন ত্রিপোলি, না বেনগাজি৷ তাদের আশঙ্কা, শেষ পর্যন্ত তাদের গুলি খেয়েই মরতে হবে৷

একই কোম্পানির আমিনুল ইসলাম জানান, তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন৷ দূতাবাসহ কোথাও যোগাযোগ করে সহায়তা পাচ্ছেন না৷ তাদের প্রতিষ্ঠানের ওপর প্রায় রাতেই হামলা হয়৷ রীতিমত মৃত্যুভয়ে রয়েছেন তারা৷ ফরিদপুর ও মাদারীপুরের এই দু'জন তাদের সহকর্মীদের জীবন রক্ষার জন্য আকুল আবেদন জানিয়েছেন৷

এদিকে গতকালও লিবিয়া থেকে ৫৭৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন৷ এনিয়ে প্রায় ১৪০০ বাংলাদেশি ফিরে এলেন৷ সরকারি হিসেবে ৬০ হাজার বাংলাদেশি রয়েছেন লিবিয়ায়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক