1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমি এক বুড়ো দাদা: ম্যারাডোনা

সাগর সরওয়ার ২৫ ফেব্রুয়ারি ২০০৯

আর্জেন্টিনার জাতীয় দলের কোচ স্বপ্নের ফুটবলার দিয়াগো ম্যারাডোনা বেশ মজা করেই বললেন, আমি এখন বুড়ো দাদা! কথাটি কিন্তু মোটেই মিথ্যা নয় ৷ বিষয়টা কি?

https://p.dw.com/p/H0gh
নাতির জন্মে খুব খুশি ম্যারাডোনাছবি: picture-alliance / dpa

সম্প্রতি এক প্রীতি ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের পর সাংবাদিক সন্মেলনে কথা প্রসঙ্গে তাঁর পরিবার অথ্যাৎ মেয়ের ঘরে নাতি নবাগত বেঞ্জামিন আগুয়েরো ম্যারাডোনা সম্পর্কে কথা বলতে গিয়েই তিনি এ কথা বলেন৷ ম্যারাডোনার নাতি জন্ম গ্রহণ করে মাদ্রিদে গত ১৯ ফেব্রুয়ারি জিয়ানিনা ম্যারাডোনা ও সের্জিও আগুয়েরোর ঘরে৷ মেয়ের জামাতা আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়৷ ক্লাব ফুটবল খেলে অ্যাথলেটিকো মাদ্রিদে৷

বেশ মজা করে বললেন, আমি এখন ‘দাদা৷বুড়ো মানুষ৷ কিন্তু বেঞ্জাকে দেখার পর আমি নিজেকে শিশুর মত অনুভব করি৷

ম্যারাডোনা বলেন, ফ্রান্সের সামনের বিশ্বকাপ বাছাইয়ে তার দলের সাফল্যর ক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়ে গেছে৷ ঐ ম্যাচে গত বিশ্বকাপ ফাইনালিস্ট ফ্রান্সকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা৷ আগামী ২৮ মার্চ ভেনেজুয়েলার বিরুদ্ধে তার দল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে৷ কোচ ম্যারাডোনা বলেন, ফ্রান্সের বিরুদ্ধে খেলা ঐ প্রীতি ম্যাচটি প্রকৃতপক্ষেই আমার এবং আমাদের কোচিং স্টাফদের জন্য খুব ভাল হয়েছে৷

গত নভেম্বরে স্কটল্যান্ডের বিরুদ্ধে কোচ হিসাবে ম্যারাডোনার অভিষেক ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে৷