1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেক বর্ণ-পরিচয়ের স্রষ্টা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৫ সেপ্টেম্বর ২০১৭

বাংলা ভাষায় বর্ণপরিচয় লিখে অমর হয়ে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর৷ পরিচিত হোন একালের বিকল্প বর্ণপরিচয়ের স্রষ্টা আয়েষা খাতুনের সঙ্গে৷

https://p.dw.com/p/2keFq

আয়েষা একাধারে শিক্ষিকা, সাহিত্যিক, সমাজসেবী ও আরও অনেক কিছু৷ কাজের জায়গা হিসেবে তিনি বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের পুরাতন গ্রামে সাঁওতাল আদিবাসীদের পাড়ায়৷ সাঁওতাল ছেলে-মেয়েদের লেখাপড়া শেখানো তাঁর জীবনের ব্রত৷ আর সেই কাজ করতে গিয়ে আয়েষা লিখে ফেলেছেন সাঁওতালি ভাষার বর্ণপরিচয়, যার নাম দিয়েছেন ‘‌বিকল্প বর্ণ পরিচয়’‌৷ সেখানেই থামেননি তিনি৷ চালু করে দিয়েছেন সাঁওতাল মেয়েদের জন্যে এক আবাসিক স্কুল৷ তার আগে, ওখানে স্কুল থাকলেও সাঁওতাল বাচ্চারা কেউ স্কুলে যেত না৷ কারণ, তারা কেউ বাংলা বোঝে না!‌ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাই যে শিক্ষার প্রসারের একমাত্র পথ, সেটা প্রমাণ করে দিয়েছেন আয়েষা৷