1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

আরো এক রাশিয়ার জেনারেল নিহত: জেলেনস্কি

১৭ মার্চ ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করলেন, লড়াইয়ে  রাশিয়ার চতুর্থ জেনারেল নিহত হয়েছেন। উগ্র দক্ষিণপন্থি সংগঠন অ্যাজভ ব্যাটেলিয়নের হাতে তার মৃত্যু হতে পারে।

https://p.dw.com/p/48bJZ
অ্যাজভ
ছবি: Andrea Carrubba/AA/picture alliance

রাশিয়ার উচ্চপদস্থ সেনা অফিসার মেজর জেনারেল ওলেগ মিতায়েভ নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, মারিউপলের কাছে লড়াইয়ের ময়দানে নিহত হয়েছেন ওই রাশিয়ার জেনারেল। এই নিয়ে রাশিয়ার সেনার জেনারেল পর্যায়ের চতুর্থ অফিসারের মৃত্যু হলো বলেও দাবি করেছেন জেলেনস্কি। রাশিয়া অবশ্য এখনো ইউক্রেনের দাবি সমর্থন করে কোনো বিবৃতি দেয়নি। যেখানে ঘটনাটি ঘটেছে বলে জেলেনস্কি দাবি করেছেন, সেখানে সংবাদমাধ্যমও পৌঁছাতে পারেনি।

অ্যাজভ ব্যাটেলিয়ন

জেলেনস্কি ওই জেনারেলের নাম বলেননি। কেবলমাত্র এক মেজর জেনারেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন। কিন্তু তার মন্ত্রিসভার অন্য এক সদস্য মিতায়েভের নাম উল্লেখ করেছেন। ইউক্রেনের সংবাদমাধ্যমের দাবি, ওই জেনারেলের মৃত্যু হয়েছে অ্যাজভ ব্যাটেলিয়নের হাতে। অ্যাজভ একটি উগ্র দক্ষিণপন্থি সংগঠন। ইউক্রেন-রাশিয়া সীমান্তে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি হয়েছিল এই সংগঠনটি। মারিউপলের লড়াইয়ে তারা সরাসরি রাস্তায় নেমে যুদ্ধ করছে বলে ইউক্রেনের সংবাদমাধ্যম দাবি করেছে। বেশ কিছু ভিডিও-তে তাদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

ইউক্রেন-রাশিয়া সাইবার যুদ্ধ

অ্যাজভ বাহিনী ইউক্রেনের সেনাকেই আপাতত রিপোর্ট করছে বলে সংবাদমাধ্যমের দাবি। রণকৌশলে তারা যথষ্ট দক্ষ বলেও দাবি করা হয়েছে। রাশিয়ার জেনারেলের মৃত্যু ওই বাহিনীর হাতেই হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ইউক্রেনের যুদ্ধকৌশল

বিশেষজ্ঞদের বক্তব্য, এই লড়াইয়ে ইউক্রেনের অন্যতম কৌশল হলো রাশিয়ার উচ্চপদস্থ অফিসারদের টার্গেট করা। তাদের খতম করে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া। রাশিয়া যে কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করছে, তা সহজেই ইন্টারসেপ্ট করা যাচ্ছে বলে তাদের দাবি। তার সাহায্যেই জেনারেল স্তরের অফিসারদের অবস্থান জেনে যাচ্ছে ইউক্রেন। বস্তুত এর আগে ইউক্রেনের একটি সংবাদমাধ্যম একটি অডিও ক্লিপ প্রকাশ করেছিল। যেখানে দেখা যাচ্ছে, দুই সেনা অফিসার কমিউনিকেশন সিস্টেম ইন্টারসেপ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলছেন।

কেন এত জেনারেল

রাশিয়া জেনারেল স্তরের সেনা অফিসারদের কেন ময়দানে নামিয়ে দিয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, রাশিয়া ভেবেছিল ইউক্রেন অভিযান খুব কম দিনে শেষ করে ফেলা যাবে। ঝটিতি হামলাতেই ইউক্রেনের প্রতিরোধ ভেঙে দেওয়া যাবে মনে করা হয়েছিল। সে কারণেই জেনারেল স্তরের অফিসাররা ময়দানে নেমে পড়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, ইউক্রেনের প্রতিরোধ অত সহজে ভাঙা যাচ্ছে না।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, বিবিসি)