1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ধনী হয়ে উঠছেন বিলিয়নেয়ার বার্লুসকোনি

১৭ মার্চ ২০১০

ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির আয় ২০০৮ সালে ৫৭ শতাংশ বেড়ে গেছে৷ ইউরোর অঙ্কে এই বৃদ্ধি ২৩ মিলিয়ন৷ ট্যাক্স রিটার্নের প্রকাশিত হিসাব থেকে পাওয়া গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/MUpJ
বার্লুসকোনি (ফাইল ফটো)ছবি: AP

গত সপ্তাহে ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনকুবেরদের যে বার্ষিক তালিকা প্রকাশ করেছে, সেখানে এই মিডিয়া টাইকুন এবং তাঁর পরিবারের স্থান বর্তমানে ৭৪৷ তবে ২০০৭ সাল থেকে তাঁর আয় কিছুটা নিচে নেমে এলেও বর্তমানে তাঁর মোট আয়ের অঙ্ক ৬.৫ বিলিয়ন থেকে ৯.০ বিলিয়নে পৌঁছেছে৷ ইতালির সংসদই ট্যাক্স রিটার্নের হিসাবপত্র প্রকাশ করে৷ আর তাতে প্রধানমন্ত্রী বার্লুসকোনি সহ অন্যান্য মন্ত্রী এবং সাংসদদের দেয়া করের হিসাব প্রকাশ করা হয়৷

১৯৩৬ সালের ২৯ সেপ্টেম্বর মিলানের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বার্লুসকোনি৷ আর তাঁর ভাগ্য খুলে যায় প্রর্পাটি ডেভলপমেন্টের ব্যবসার মধ্য দিয়ে৷ সংসদে তাঁর সহায় সম্পত্তির হিসাব প্রকাশ করা হয় - এমনকি বর্তমানে ক্যারিবীয় দ্বীপের অ্যান্টিগুয়ায় তাঁর এক রিয়্যাল স্টেট ভবন যে নির্মাণাধীন, সে তথ্যও দেয়া হয়েছে৷ তাঁর হোল্ডিং কোম্পানি ফিনিনভেস্ট নিয়ন্ত্রণ করছে ইটালির বৃহত্তম বেসরকারি টেলিভিশন গ্রুপ মিডিয়াসেট, প্রকাশনা সংস্থা মনডাডরি এবং আর্থিক সেবা প্রতিষ্ঠান মেডিওলানুম৷ এছাড়া মিডিয়াসেটের অধীনে রয়েছে ইটালির শীর্ষ ফুটবল ক্লাব এসি মিলান এবং ইল জুর্নালো সংবাদপত্র৷

বেশিদিন আগের কথা নয়, ইটালির সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সিলভিয়ো বার্লুসকোনি৷ ফোর্বস ম্যাগাজিনের বর্তমান তালিকানুযায়ী তাঁর স্থান এখন তৃতীয় অবস্থানে৷ প্রথম আর দ্বিতীয় স্থানে রয়েছে ইটালির জগদ্বিখ্যাত চকলেট কোম্পানি ফেরোরোর মালিক, নুটেলার প্রস্তুতকারক মিশেল ফেরেরো এবং চশমা কোম্পানি লুক্সোটিকার প্রতিষ্ঠাতা লেয়োনার্দো দেলভেকিয়ো৷

বার্লুসকোনিকে বাদ দিলে সরকারি মন্ত্রীদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ইগনাসিও লা রুসা সবচেয়ে বেশি আয় করেন ২০০৮ সালে৷ তাঁর আয়ের অঙ্ক ছিল ৫১৭,০০০ ইউরো৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ-আল ফারূক