1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টানেটে খবরের উৎস

১২ এপ্রিল ২০১২

ফেসবুকের সাহায্যে নানা ধরনের খবরাখবর পাওয়া যায় সহজেই৷ তবে এসব তথ্য নিজে থেকে আসে না৷ বন্ধুদের তা পোস্ট করতে হয়৷ কিন্তু ওয়েভি'র মাধ্যমে শুধু ব্যক্তিগত নয়, আন্তর্জাতিক অঙ্গনের খবরও পৌঁছে যাবে ইউজারদের কাছে৷

https://p.dw.com/p/14c5X
ছবি: wavii.com/

‘ওয়েভি' একসঙ্গে বহু তথ্য দেবে৷ টুইট, ব্লগ বা আরএসএসফিড থেকে নিত্য নতুন ঘটনা – সবকিছুই পৌঁছে দেবে ইউজারদের কাছে৷ তাও আবার এমন সব তথ্য, যা আপনার রুচির সঙ্গে মেলে৷ ওয়েবসাইট এবং আইফোন – দু'ভাবেই ওয়েভি'র সেবা গ্রহণ করা সম্ভব৷ অর্থাৎ, ওয়েভি সত্যিই আধুনিক৷ এর কারণ, এই সফটওয়্যারটি যাঁরা তৈরি করেছেন, তাঁরা আমাজন এবং মাইক্রোসফট'এ কাজ করতেন৷

ফেসবুকে যেমন স্ট্যাটাস আপডেটের মতো কিছু বিষয় রয়েছে, সেই সঙ্গে রয়েছে বন্ধু-বান্ধবী এবং পরিচিত জনদের নানা ধরণের প্রশ্ন, উত্তর এবং কমেন্ট৷ ওয়েভি'তে কিন্তু নিজে থেকেই আসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা খবর৷ এবং এসব খবর সংগ্রহ করা হবে ইন্টারনেট থেকে৷

ঠিক ফেসবুকের মতই কাজ করবে ওয়েভি৷ তবে এখানে রাজনীতি, স্পোর্টস এবং হলিউড জগতের খবর চলে আসবে অনেকটা স্বয়ংক্রিয়ভাবে৷ এবং তা আপডেটও হবে নিজে থেকে৷ অনেকেই ধারণা করছে কিছুদিনের মধ্যেই ফেসবুকের এক শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠবে ওয়েভি৷ এমনকি ফেসবুককে কিনেও নিতে পারে নতুন এই ‘অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি'৷

Symbolbild Facebook Börsengang im Mai 2012 Mark Zuckerberg
ফেসবুক থেকেও খবর চলে যাবে ‘ওয়েভি'তেছবি: dapd

ওয়েভি'র প্রতিষ্ঠাতা অ্যাড্রিয়ান আউন জানান, ‘‘ফেসবুকের সব খবর হচ্ছে বন্ধু-বান্ধবীকে ঘিরে৷ আর আমাদের কাজ হবে বিশ্বের নানা জাযগার খবর নিয়ে৷ ফেসবুকে এই সুবিধা নেই৷''

প্রতি মিনিটে প্রায় এক হাজার খানা খবর দিতে পারবে ওয়েভি৷ আর এর মধ্যে কোনটি গুজব অথবা রটনা তা ওয়েভি নিজ থেকেই জানবে এবং তা সঙ্গে সঙ্গেই সরিয়ে নেবে৷ এছাড়া একই খবর যেন দু'বার স্ট্রিমে চলে না আসে, সেদিকেও নজর রাখবে ওয়েভি৷

সিয়াটলে ওয়েভি'র টেকনিক্যাল পরামর্শদাতা জিম পিটকো জানান, ‘‘আমরা যে যুগে বাস করছি সেখানে প্রতিদিন কয়েক হাজার ঘটনা ঘটে৷ কোনটার দিকে আমরা নজর রাখবো? তাই খুব দ্রুত গুরুত্বপূর্ণ খবরগুলো জানাবে ওয়েভি৷ খুবই অল্প সময়ে বিশ্বের গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে ওয়াকিবহাল রাখবে আমাদের৷''

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক অরেন এটসিওনি জানান, ওয়েভি যে সব সুযোগ-সুবিধার কথা বলছে এর আগে এ ধরণের সুবিধা নিয়ে কোনো নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া আসেনি৷ ওয়েভি যা করতে চাইছে তা গত কয়েক বছর ধরে করার চেষ্টা করছে গুগল, ফ্লিপবোর্ড অথবা মাইক্রোসফটের বিং৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার, টেকক্রাঞ্চ ডট কম, ওয়েভি ডট কম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য