1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আস্থা ভোট ও বামেদের ভবিষ্যত্

সঞ্জীব বর্মন২৩ জুলাই ২০০৮

মঙ্গলবারের আস্থাভোটে সরকারের জয়ের ঠিক এক দিন পর সোমনাথ চট্টোপাধ্যায় CPI(M) দল থেকে বহিষ্কৃত হওয়ার ফলে ভারতের রাজনীতি নতুন এক মোড় নিচ্ছে৷

https://p.dw.com/p/EicH
লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ছবি: AP

ভারত-মার্কিন পরমাণু চুক্তির বিরোধিতা করে বাম দলগুলি প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং-এর সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়া সত্ত্বেও সরকার শেষ পর্যন্ত টিকে গেছে৷ সোমবার আস্থা ভোটে প্রত্যাশার চেয়েও ভাল ফল করেছে সরকার৷ দলীয় নির্দেশ অমান্য করার দায়ে বুধবার CPI(M) দল লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, তা সত্ত্বেও সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন৷ পশ্চিমবঙ্গের রাজনীতির উপর এই দুই ঘটনার কতটা প্রভাব পড়বে সেবিষয়ে জল্পনা-কল্পনা চলছে৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাত্‌কারে Leader পত্রিকার সহযোগী সম্পাদক উত্‌পল চ্যাটার্জি পরিস্থিতির বিশ্লেষণ করেছেন৷