1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আড়াই হাজার বছরের প্রাচীন স্যুপ খুঁজে বের করলো চীন

১৪ ডিসেম্বর ২০১০

চীনের প্রত্নতত্ত্ববিদরা ব্রোঞ্জের একটি পাত্রে রাখা স্যুপ খুঁজে পেয়েছে৷ তাঁরা মনে করছেন, এই স্যুপ ২৪০০ বছর আগের৷ প্রাচীন রাজধানী শিয়ান’এর কাছে মাটি খনন করার সময় তাঁরা এই স্যুপের পাত্র খুঁজে পান৷

https://p.dw.com/p/QX5S
ছবি: cc-by-sa/Mariuszjbie

এর আগে আর কখনও হাড়সহ স্যুপের বাটি পাওয়া যায়নি৷ শানশি প্রদেশের প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের লিউ দাইয়ূন বলছেন,‘‘ চীনের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে এই ধরণের আবিষ্কার এটাই প্রথম৷ খ্রিষ্টপূর্ব ৪৭৫ থেকে ২২১ অব্দের সময়কার খ্যাদ্যাভ্যাস এবং সংস্কৃতি জানতে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷''

সীলমোহর করা তামার একটি ছোট পাত্রে এই স্যুপ এবং হাড় পাওয়া গেছে৷ শিয়ান বিমানবন্দরের জন্য জায়গা সম্প্রসারণ করার সময় একটি সমাধিক্ষেত্রে খননকাজ চালাতে গিয়ে পাওয়া যায় স্যুপের পাত্রটি৷ চীনের বিখ্যাত টেরাকটা যোদ্ধাদের মূর্তি পাওয়া গিয়েছিল এই শিয়ান এলাকাতেই৷

এতোদিন তামার পাত্রে থাকার কারণে তরল স্যুপ ও হাড় সবুজ রং ধারণ করেছে৷ এটা যে আসলেই স্যুপ এবং কী ধরণের উপকরণ দিয়ে এই স্যুপ তৈরি করা হয়েছিলো তা নিশ্চিত হতে এখন বিজ্ঞানীরা চালাবেন পরীক্ষা-নিরীক্ষা৷ প্রত্নতাত্ত্বিকরা মাটির নীচে ব্রোঞ্জের আরেকটি পাত্র পেয়েছেন৷ সেই পাত্রের মধ্যে রয়েছে গন্ধবিহীন তরল পদার্থ৷ ধারণা করা হচ্ছে, এখানে জোতদার শ্রেণীর কারো সামরিক কোনো কর্মকর্তার কবর ছিলো৷

প্রায় এগারোশ বছর আগে চীনের রাজধানী ছিলো শিয়ান৷ জিয়াবোতে রয়েছে কিন শিহুয়াং এর সমাধিস্থল৷ খিষ্টপূর্ব ২২১ অব্দে তাঁরই নেতৃত্বে চীন হয় একত্রিত৷ তিনিই চীনের প্রথম সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেন৷ তাঁর সমাধির জায়গাতেই পাওয়া গেছে সৈন্যদের পোড়ামাটির মূর্তি৷ ১৯৭৪ সালে শিয়ানের কয়েকজন কৃষক মাটি খনন করার সময় খুঁজে পান পোড়ামাটির সৈন্য ও ঘোড়ার মূর্তি৷ পাওয়া যায় ব্রোঞ্জের তৈরি তলোয়ারের মতো বিভিন্ন যুদ্ধসামগ্রী৷ ১৯৮০ সালে মাটি খোঁড়ার সময় দু'টি বড় আকারের ব্রোঞ্জের তৈরি রথ ও ঘোড়া পাওয়া গিয়েছিলো শিয়ানে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক