1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ সবচেয়ে খারাপ আচরণ করে, মন্তব্য ট্রাম্পের

১৫ অক্টোবর ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মতো এত খারাপ আচরণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কেউ করে না৷ মার্কিন টেলিভিশন সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি৷

https://p.dw.com/p/36YO9
Brüssel - Eu-Abgeordnete wollen Europäisch-Amerikanisches Gipfeltreffen
ছবি: Getty Images/AFP/T. Charlier

‘‘বাণিজ্যের ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি সুবিধা পাওয়ার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল এবং তারা সেটা করেছে,'' বলেন ট্রাম্প৷

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নতুন রূপ দেয়ার চেষ্টা করছেন৷ কিন্তু তা করতে গিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে অবনতি ঘটেছে৷ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দূর করতে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেছে৷ পালটা ব্যবস্থা হিসেবে চীনও মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে৷

চীনের মতো ইইউ থেকে গাড়ি আমদানিরওপরও শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র৷ তবে গত জুলাইতে ট্রাম্প ও ইইউ প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকারের মধ্যে বৈঠকের পর সেই পরিকল্পনা সাময়িক স্থগিত করে ট্রাম্প প্রশাসন৷ এছাড়া ঐ দুই নেতার বৈঠকে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমানোর সিদ্ধান্ত হয় এবং সেই লক্ষ্যে এখন আলোচনা চলছে৷ আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো দেশ একে অপরের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করবেনা বলেও সিদ্ধান্ত হয়েছে৷

যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে বৈরী আচরণ করছে কিনা, এই প্রশ্নের জবাবে সিবিএস সাংবাদিক লেসলি স্টালকে ট্রাম্প বলেন, ‘‘আপনি জানেন, বৈরিতা কাকে বলে? তারা আমাদের সঙ্গে যেটা করছে৷ আমরা বৈরী নই৷''

সাক্ষাৎকারে ন্যাটো নিয়েও কথা বলেন ট্রাম্প৷ জোটের অংশীদাররা পর্যাপ্ত চাঁদা দেয় না বলে অতীতে সমালোচনা করেছেন তিনি৷ তবে এখন জোটসঙ্গীরা চাঁদা বাড়ানোর অঙ্গীকার করায় খুশি মার্কিন প্রেসিডেন্ট৷ ‘‘এখন আমি ন্যাটো পছন্দ করি৷ ন্যাটো ঠিক আছে৷ কিন্তু আপনি জানেন? ইউরোপকে বাঁচাতে এতদিন আমাদের ন্যাটোর প্রায় পুরো খরচ  দেয়াটা ঠিক হয়নি৷ তার ওপর তারা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি সুবিধা নিচ্ছে৷ এভাবে আর চলবে না৷ এটা তারা বুঝতে পারছে,'' বলেন ট্রাম্প৷

চেজ ভিন্টার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য