1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রতিরক্ষা নীতির আমূল পরিবর্তন

২৮ ফেব্রুয়ারি ২০২২

সেনাবাহিনীর জন্য বিশাল বিনিয়োগ ও বাৎসরিক বাজেট বাড়ানোসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো জার্মানির সরকার৷ রুশ প্রেসিডেন্ট পুটিনের কড়া সমালোচনা করে চ্যান্সেলর শলৎস ইউরোপের নিরাপত্তার উপর জোর দেন৷

https://p.dw.com/p/47hjD
Kabinettssitzung Christine Lambrecht Olaf Scholz
ছবি: John Macdougall/Pool via REUTERS

রবিবার জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগের বিশেষ জরুরি অধিবেশনে চ্যান্সেলর শলৎস অতীতের সংশয় ঝেড়ে ফেলে একাধিক ক্ষেত্রে আমূল পরিবর্তনের ঘোষণা করলেন৷ তাঁর মতে, ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ঘটনা ‘নতুন যুগের সূচনা' করেছে৷ সেই বাস্তব সত্যের মুখে জার্মানির নিরাপত্তাও নতুন প্রশ্নের মুখে পড়েছে৷ নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে শলৎস সেনাবাহিনীর জন্য ১০ হাজার কোটি ইউরো মূল্যের বিনিয়োগের ঘোষণা করলেন৷ সেইসঙ্গে এবার থেকে জার্মানির মোট দেশজ উৎপাদনের দুই শতাংশের বেশি প্রতিরক্ষা খাতে ব্যয়েরও অঙ্গীকার করলেন তিনি৷ উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জার্মানিসহ ন্যাটোর বেশ কিছু সদস্যের উপর এমন অঙ্গীকার আদায়ের জন্য চাপ সৃষ্টি করেছিলেন৷

সংসদে তার ভাষণে শলৎস বলেন, এই যুদ্ধ রাশিয়া নয় সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের যুদ্ধ৷ তার মতো যুদ্ধবাজের জন্য সীমারেখা স্থির করার ক্ষমতার উপর জোর দেন তিনি৷ রাশিয়ার এই আগ্রাসনের পক্ষে কোনো যুক্তিই থাকতে পারে না বলে তিনি মনে করেন৷ সংসদের বাইরে ইউক্রেনের পতাকা এবং দর্শকের আসনে সে দেশের রাষ্ট্রদূতের উপস্থিতি রোববারের অধিবেশনকে প্রতীকী মাত্রা দিয়েছিল৷ সমবেত করতালির মাঝে জার্মানির প্রাক্তন প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক তাকে আলিঙ্গন করেন৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি সঙ্গত কারণেই সামরিক তৎপরতা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেছে৷ কিন্তু সাম্প্রতিক কালে ন্যাটোসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মিলিত অভিযানে অংশ নেবার চাপ সামলাতে গিয়ে বুন্ডেসভেয়ারের দুর্বলতা আরও স্পষ্ট হয়ে গেছে৷ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মুখে সব দ্বিধা ঝেড়ে ফেলে বর্তমান সরকার অবশেষে প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দিচ্ছে৷ তবে বিশেষজ্ঞদের মতে, রবিবারের ঘোষণার ফল পেতে অনেক সময় লাগবে৷ তার আগেই কোনো অঘটন ঘটলে জার্মানিকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে ন্যাটোর উপর আরও নির্ভর করতে হবে৷ উল্লেখ্য, এর আগে শনিবারই জার্মানি অতীতের নীতি ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে৷ সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ইউনিয়ন শিবির সরকারের এই নীতির পক্ষে পূর্ণ সমর্থন জানিয়েছে৷

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ জার্মানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপের নিরাপত্তার এমন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই পদক্ষেপ দেশগুলির নিরাপত্তা ও স্বাধীনতার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য